সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সংবাদ প্রতিবেদন:
সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সঠিক তথ্য সংগ্রহে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) ডিপিই-এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত একটি অফিস আদেশ দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার পাশবর্তী নরসিংদী জেলায় উৎপত্তিস্থল নিয়ে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সংবাদে দেখা যায়, একাধিক জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এই পরিস্থিতিতে অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিসগুলোকে সংযুক্ত ছক অনুযায়ী তথ্য প্রস্তুত করে আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে হার্ড কপি এবং সফট কপি (নিকোষ ফন্টে প্রস্তুত এক্সেল শিট) উভয়ভাবেই প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। সফট কপি পাঠাতে হবে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)-এর সরকারি ইমেইল dirplandpe@gmail.com ঠিকানায়।
চিঠির সঙ্গে একটি তথ্য ছকও পাঠানো হয়েছে, যেখানে প্রতিটি ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের নাম, উপজেলা, উপজেলা কোড, বিদ্যালয় কোড, মোট কক্ষ সংখ্যা, ক্ষতিগ্রস্ত কক্ষ সংখ্যা (ছবিসহ), ক্ষয়ক্ষতির ধরন ও আনুমানিক আর্থিক ক্ষতি এবং প্রধান শিক্ষকের মোবাইল নম্বর উল্লেখ করে পাঠাতে বলা হয়েছে।
আদেশে বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর তালিকা দ্রুত সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম হাতে নিতে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং: ৩৮.০১.০০০০,৫০০.০১১.২০- ১২৫৫
তারিখ:৮ অগ্রহায়ণ ১৪৩২ ২৩ নভেম্বর ২০২৫
বিষয়ঃ সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তথ্য প্রেরণ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিগত ২১ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের বিভিন্ন জেলায় ৫.৭মাত্রার ভূমিকম্পন অনুভূত হয় যার উৎপত্তিস্থল ছিলো ঢাকার কাছাকাছি নরসিংদী জেলায়। বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে।
২। বর্ণিতাবস্থায়, তাঁর বিভাগের আওতাধীন সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংযুক্ত ছক মোতাবেক আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে হার্ড ও সফট কপি (Nikos ফন্ট এক্সেল শীটে) পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন-এর ইমেইলে (dirplandpe@gmail.com) প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
৩। বিষয়টি অতীব জরুরী।
সংযুক্ত: (ক) তথ্য ছক ১ (এক) পাতা।
স্বাক্ষরিত
মিরাজুল ইসলাম উকিল, এনডিসি
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তথ্যঃ
জেলার নাম
উপজেলার নাম
উপজেলা কোড
বিদ্যালয়ের নাম
ডিজিট) বিদ্যালয় কোড (৬
মোট কক্ষ সংখ্যা
ক্ষতিগ্রস্থ কক্ষ সংখ্যা (ছবিসহ)
ক্ষয়ক্ষতির বিবরণ
ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমান (টাকা)
প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার




No comments
Your opinion here...