ধনবাড়িতে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সফটওয়্যার পাইলটিং কার্যক্রম
ধনবাড়িতে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সফটওয়্যার পাইলটিং কার্যক্রম
সংবাদ প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন একটি সফটওয়্যার তৈরি করেছে। সফটওয়্যারটির নাম “Primary School Teacher’s Welfare Trust Management System (TWTMS)”।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব আলেয়া ফেরদৌসী শিখা স্বাক্ষরিত এক স্মারকে (স্মারক নং-স/প্রা/বি/ক/ট্রাস্ট-২০২৫-৯৯৪, তারিখ: ০৬ নভেম্বর ২০২৫) এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা আদায়, শিক্ষকদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান, উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদানসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে TWTMS সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
নতুন এই সফটওয়্যারটির কার্যকারিতা ও বাস্তবায়ন প্রক্রিয়া যাচাই করার জন্য পাইলটিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাইলটিং কার্যক্রমটি ১২ নভেম্বর ২০২৫ থেকে ১৭ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।
এ কার্যক্রমের পাইলট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে টাংগাইল জেলার ধনবাড়ি উপজেলা। স্থানীয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ পাইলটিং সম্পন্ন করা হবে।
স্মারকে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে, ধনবাড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে উক্ত সময়সীমার মধ্যে পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষক কল্যাণ কার্যক্রম ডিজিটাল ব্যবস্থাপনায় আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
স্মারক নং-স/প্রা/বি/ক/ট্রাস্ট-২০২৫-৯৯৪
তারিখঃ ২১ কার্তিক ১৪৩২ ০৬ নভেম্বর ২০২৫
বিষয়: Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যার এর পাইলটিং প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ের আলোকে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা আদায়, শিক্ষকদের চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা এবং উচ্চশিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্ত Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যারটি তৈরী করা হয়েছে। উক্ত সফটওয়্যারটির কার্যক্রম পরীক্ষার জন্য পাইলটিং এর সিদ্ধান্ত গৃহীত হয়। সে আলোকে আপনার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে আগামী ১২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ১৭ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পাইলটিং কার্যক্রম সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
আলেয়া ফেরদৌসী শিখা
সদস্য সচিব, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট
ও
উপপরিচালক (প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
পাইলটিং কার্যক্রম এর স্থানঃ ধনবাড়ি, টাংগাইল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
ধনবাড়ি, টাংগাইল।



No comments
Your opinion here...