ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি: সকল বিদ্যালয়ে হাতধোয়া দিবস উদযাপনের প্রস্তুতি নিতে নির্দেশনা

Views

 


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি: সকল বিদ্যালয়ে হাতধোয়া দিবস উদযাপনের প্রস্তুতি নিতে নির্দেশনা

 আগামী ১৫ অক্টোবর সারাদেশে ‘বিশ্ব হাতধোয়া দিবস’ উদযাপন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

শিরোনাম:
১৫ অক্টোবর সারাদেশে ‘বিশ্ব হাতধোয়া দিবস ২০২৫’ উদযাপিত হবে: প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

সংবাদ প্রতিবেদন:
‘বিশ্ব হাতধোয়া দিবস (Global Handwashing Day) ২০২৫’ উপলক্ষে আগামী ১৫ অক্টোবর সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি যথাযথভাবে উদযাপনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। দিবসটি উদযাপন সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে ১২ অক্টোবর ২০২৫ তারিখে অধিদপ্তরের সেকশন–২ থেকে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবছরও ১৫ অক্টোবর বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা পৌঁছে দিতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে হাতধোয়ার অভ্যাস গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি করতে হবে।

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।

ইউনিসেফ বাংলাদেশের ওয়াশ (WASH) সেকশনের প্রধান পিটার মায়েস (Peter Maes) স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, ১৫ অক্টোবর ‘বিশ্ব হাতধোয়া দিবস’ বিশ্বব্যাপী উদযাপিত একটি জনসচেতনতা উদ্যোগ, যার লক্ষ্য হাত পরিষ্কার রাখার গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করা এবং স্কুল, কর্মক্ষেত্র ও সমাজে স্থায়ী পরিবর্তন আনা।

চিঠিতে এ বছরের মূল প্রতিপাদ্য হিসেবে উল্লেখ করা হয়েছে—
“Be a Handwashing Hero!”
অর্থাৎ, ‘হাতধোয়ার নায়ক হোন’। এই প্রতিপাদ্যের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং সমাজের সবাইকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করা হচ্ছে।

ইউনিসেফের চিঠিতে আরও বলা হয়, স্থানীয় সরকার বিভাগ (MoLGRD&C) জাতীয় ও স্থানীয় পর্যায়ে দিবসটি পালনের নেতৃত্ব দেবে, এবং ইউনিসেফ জাতীয় পর্যায়ে সহযোগিতা প্রদান করবে।

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে দিবসটি উদযাপন কার্যকর করার জন্য ইউনিসেফ প্রস্তাব দিয়েছে যে, ১৫ অক্টোবর স্কুল সমাবেশে প্রধান শিক্ষকরা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন—হাত ধোয়ার প্রয়োজনীয়তা, সঠিক পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ সময়গুলোতে হাত ধোয়ার অভ্যাস নিয়ে শিক্ষার্থীদের সচেতন করবেন। পাশাপাশি স্কুলে হাত ধোয়ার প্রদর্শনী ও প্রতিযোগিতা আয়োজনেরও আহ্বান জানানো হয়েছে।

দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দ্রুত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রতিবছরের মতো এবারও দিবসটি স্কুলভিত্তিক সমাবেশ, দেয়ালচিত্র, পোস্টার, নাটিকা, ও হাত ধোয়ার প্রদর্শনী মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বিশ্ব হাতধোয়া দিবস প্রথম উদযাপিত হয় ২০০৮ সালে। এর মূল উদ্দেশ্য হলো—হাত ধোয়ার মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করা এবং শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা।

গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০,০০০,৪০০.৯৯.০০১০.২৫. ২৬৬৩

তারিখ: ২৭ আশ্বিন ১৪৩২ ১২ অক্টোবর  ২০২৫

বিষয়: 'বিশ্ব হাতধোয়া দিবস (Global Handwashing Day) ১৫ অক্টোবর ২০২৫' উদযাপন সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিশ্ব হাতধোয়া দিবস (Global Handwashing Day) প্রতি বছর ১৫ অক্টোবর উদযাপন করা হয়। সে মোতাবেক উক্ত দিবসটি যথাযথভাবে উদযাপনের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: ইউনিসেফ এর পত্র।

স্বাক্ষরিত

মাহফুজা খাতুন

সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)

08 October 2025

WASH/2025/126

Abu Noor Md. Shamsuzzaman

Director General

Directorate of Primary School (DPE)

Mirpur-2, Dhaka-1216

Subject: Observation of Global Handwashing Day, 15 October 2025

Dear Mr. Shamsuzzaman,

Global Handwashing Day (GHD), observed annually on 15 October, is a global advocacy iniliative dedicated to raising awareness about the importance of hand hygiene and inspiring sustained changes from policy to community action.

This year's theme, "Be a Handwashing Hero!", is a multi-year campaign encouraging everyone, educators, officials, and communities, to champion hand hygiene as a vital, everyday defense against infections in schools, workplaces, and beyond.

As in previous years, the Local Government Division of MoLGRD&C is leading GHD activities at both national and sub-national levels, with UNICEF providing support for national-level events.

To maximize impact, I propose that Global Handwashing Day be observed in all schools under the Directorate of Primary Education (DPE) on 15 October 2025. During school assemblies, Head Teachers could deliver a brief speech on the importance of handwashing, highlight critical moments for handwashing, and demonstrate proper handwashing techniques.

I kindly request your office to issue a letter to national and sub-national DPE officials, directing them to communicate with schools to ensure widespread observance of the day.

Thank you,

Yours sincerely.

8.10.2025

Peter Maes

Chief of WASH Section UNICEF Bangladesh



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.