ad

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ: আলাদা হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রশাসন

Views

 


শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ: আলাদা হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রশাসন

👉‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ ও ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ আলাদা করা হচ্ছে: নতুন কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়


বিস্তারিত সংবাদ প্রতিবেদন:

ঢাকা, ১২ অক্টোবর ২০২৫:
বাংলাদেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে দুটি পৃথক অধিদপ্তরে বিভক্ত করার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এর ফলে দেশে শিগগিরই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে দুটি নতুন অধিদপ্তর— ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’।

এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি মাধ্যমিক-১ শাখা) থেকে আজ (১২ অক্টোবর ২০২৫) এক অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশটি স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.১৫.১২৫.২৪-৩০৫ এর মাধ্যমে প্রকাশিত হয়।


🔹 নতুন অধিদপ্তর গঠনের উদ্দেশ্য

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থার প্রশাসনিক কার্যক্রম ও তদারকির কার্যকারিতা বৃদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এবং মান উন্নয়নের লক্ষ্যে এই দুটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে।
বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) উভয় স্তরের দায়িত্বে থাকায় প্রশাসনিক চাপ বেড়ে যায়— যা কার্যক্রমের গতিশীলতায় প্রভাব ফেলছে। নতুন দুটি অধিদপ্তর গঠনের পর মাধ্যমিক স্তর ও কলেজ পর্যায়ের কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হবে।


🔹 ৬ সদস্যের কমিটি গঠন

দুটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য পূর্ণাঙ্গ প্রস্তাব, অর্গানোগ্রাম ও কার্যতালিকা তৈরির উদ্দেশ্যে ৬ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হচ্ছেন—

১. যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ – আহ্বায়ক
২. উপসচিব (সরকারি কলেজ-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ – সদস্য
৩. জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়) – সদস্য
৪. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়) – সদস্য
৫. উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা – সদস্য
৬. উপপরিচালক (সাধারণ প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা – সদস্য
৭. সহকারী পরিচালক (বাজেট), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা – সদস্য
৮. উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১), শিক্ষা মন্ত্রণালয় – সদস্য-সচিব


🔹 কমিটির দায়িত্ব ও সময়সীমা

কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে দুটি পৃথক অধিদপ্তরের জন্য পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম, কর্মবন্টন, ও কার্যতালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।
তাদের কাজের পরিধি হবে—
১. Rules of Business, 1996 অনুযায়ী নবগঠিত অধিদপ্তরগুলোর কার্যতালিকা প্রণয়ন।
২. প্রতিটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো (Organogram) প্রস্তুত।
৩. কর্মবন্টন ও দায়িত্ব নির্ধারণ।
৪. Table of Officials & Equipment (TO&E) নির্ধারণ।
৫. পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারি মাধ্যমিক-১ শাখায় দাখিল করা।


🔹 সরকারি সূত্রে মন্তব্য

অফিস আদেশে বলা হয়েছে, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।”
আদেশে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন


🔹 বিশ্লেষণ

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনে মাধ্যমিক ও কলেজ স্তরের কার্যক্রম একসঙ্গে পরিচালিত হওয়ায় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছিল। দুটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার ফলে এই জটিলতা কমবে এবং শিক্ষার মানোন্নয়নে গতি আসবে।


সংক্ষিপ্তসার:
📌 দুটি নতুন অধিদপ্তর গঠন: মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদপ্তর
📌 প্রধান উপদেষ্টার সম্মতি: প্রদান করা হয়েছে
📌 কমিটি গঠন: ৬ সদস্যের
📌 কাজ সম্পন্নের সময়: ৩০ দিনের মধ্যে
📌 অফিস আদেশ জারি: ১২ অক্টোবর ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 (সরকারি মাধ্যমিক-১)

www.shed.gov.bd

স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.১৫.১২৫.২৪-৩০৫

তারিখ: ২৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ ১২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অফিস আদেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে 'মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর' এবং 'কলেজ শিক্ষা অধিদপ্তর' প্রতিষ্ঠার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 'মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর' এবং 'কলেজ শিক্ষা অধিদপ্তর' নামে দু'টি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণের সমন্বয় ০৬ (ছয়) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো:

পদবি ও কর্মস্থল                                                                                    

১) যুগ্মসচিব (সর মাধ্য: অধি:), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ---------

কমিটি পদবিঃ আহ্বায়ক

২) উপসচিব (সরকারি কলেজ-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়সদস্য

কমিটি পদবিঃ সদস্য

৩) জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নীচে নয়)

কমিটি পদবিঃ সদস্য

৪) অর্থ বিভাগ এর ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নীচে নয়)

কমিটি পদবিঃ সদস্য

৫) উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা

কমিটি পদবিঃ সদস্য

৬) উপপরিচালক (সাধারণ প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা

কমিটি পদবিঃ সদস্য

৭) সহকারি পরিচালক (বাজেট), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা

কমিটি পদবিঃ সদস্য

৮) উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ঢাকা

কমিটি পদবিঃ সদস্য-সচিব

কমিটির কর্মপরিধি:

১. Rules of Business, 1996 অনুসরণপূর্বক গঠিতব্য অধিদপ্তরসমূহের কার্যতালিকা (Allocation fo Business) প্রণয়ন;

২. নবগঠিত ২(দুই)টি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো (organogram) প্রস্তুত;

৩. নবগঠিত ২(দুই)টি অধিদপ্তরের কর্মবন্টন প্রস্তুত;

8. টিওএন্ডই (Table of official & Equipment) নির্ধারণ;

৫. উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ২টি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুতপূর্বক বর্ণিত তথ্যাদি সরকারি মাধ্যমিক-০১ শাখায় দাখিল করবেন।

২.০ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারী করা হলো।

স্বাক্ষরিত

(সিফাত উদ্দিন)। 

সিনিয়র সহকারী সচিব



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.