৪৩তম বিসিএস প্রধান শিক্ষকদের পদায়ন: বিদ্যালয়ভিত্তিক শূন্য পদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৩তম বিসিএস প্রধান শিক্ষকদের পদায়ন: বিদ্যালয়ভিত্তিক শূন্য পদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ৪৩তম বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদায়নের জন্য সারা দেশের বিদ্যালয়ভিত্তিক শূন্য পদের তালিকা চেয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা আজ (১৬ অক্টোবর) অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা হয়েছে।
ডিপিই-এর স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১৪৩.১১.০২১.২৫-১৯৯ অনুযায়ী, সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসগুলোকে আগামী ২০ অক্টোবর ২০২৫, দুপুর ১২টার মধ্যে তাদের অধীনস্থ বিদ্যালয়গুলোর শূন্য পদের তালিকা পিডিএফ আকারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ঠিকানা হলো—
📧 ad.recruitdpe@yahoo.com
চিঠিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস থেকে প্রধান শিক্ষক হিসেবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের পদায়নের জন্য বিদ্যালয়ভিত্তিক শূন্য পদের তথ্য দ্রুত সংগ্রহ প্রয়োজন।
তবে যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ নিয়ে মামলা চলছে, সেই বিদ্যালয়গুলোর নাম তালিকায় অন্তর্ভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে সংযুক্ত ফরমে নিম্নোক্ত তথ্য চাওয়া হয়েছে—
জেলা ও উপজেলার নাম
-
শূন্য পদের বিদ্যালয়ের নাম
-
ছাত্রছাত্রীর সংখ্যা
-
বিদ্যালয়ের অনুমোদিত শিক্ষক পদ
-
কর্মরত শিক্ষক সংখ্যা
-
প্রধান শিক্ষকসহ মোট শূন্য পদের সংখ্যা
-
প্রয়োজনীয় মন্তব্য
বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেলে প্রধান শিক্ষকদের পদায়ন কার্যক্রম ব্যাহত হতে পারে।
চিঠিতে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন, পলিসি ও অপারেশন বিভাগ।
এ নির্দেশনার মাধ্যমে ৪৩তম বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দ্রুত পদায়নের প্রক্রিয়া একধাপ এগিয়ে গেল বলে জানা গেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর:- ৩৮.০১.০০০০.১৪৩.১১.০২১.২৫-১৯৯
তারিখঃ ৩২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
১৬ অক্টোর ২০২৫ খিস্টাাব্দ
বিষয়: প্রধান শিক্ষকের শূন্য পদের (বিদ্যালয়ভিত্তিক) তালিকা প্রেরণ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ৪৩ তম বিসিএস থেকে নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষকগণের পদায়নের নিমিত্ত বিদ্যালয়ভিত্তিক শূন্য পদের তালিকা প্রয়োজন। ২। সংযুক্ত তালিকায় বর্ণিত উপজেলাসমূহের যে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ রয়েছে সে সকল বিদ্যালয়ের নামের তালিকা আগামী ২০/১০/২০২৫ তারিখ দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে নিয়োগ শাখার মেইলে পিডিএফকপি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। (ad.recruitdpe@yahoo.com)
৩। সে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে মামলা রয়েছে, সে সকল বিদ্যালয়ের নামের তালিকা প্রেরণের প্রয়োজন নেই।
৪। বিষয়টি অতীব জরুরী।
সংযুক্তি: উপজেলার নাম
ছক
ক্রমিক নম্বর
জেলা
উপজেলার নাম
প্রধান শিক্ষকের পদশূন্য আছে এমন বিদ্যালয়ের নাম
ছাত্র /ছাত্রীর সংখ্যা
বিদ্যালয়ের অনুমোদিত পদ
কর্মরত শিক্ষক সংখ্যা
প্রধান শিক্ষকসহ শূন্য পদ
মন্তব্য
স্বাক্ষরিত
(আইরিন পারভীন)
সহকারী পরিচালক (নিয়োগ)
পলিসি ও অপারেশন বিভাগ




No comments
Your opinion here...