ad

ধাতব মুদ্রা অবৈধ নয়, বৈধ লেনদেনের অংশ: বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

Views

 


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা: ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বৈধ, লেনদেনে অনীহা বেআইনি

বিস্তারিত প্রতিবেদন:

বাংলাদেশ ব্যাংক দেশের সর্বসাধারণকে জানিয়েছে যে, ১ ও ২ টাকার ধাতব মুদ্রা এখনো বৈধ এবং এটি নগদ লেনদেনে ব্যবহার করা যাবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে, অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই ছোট মূল্যের ধাতব মুদ্রা গ্রহণে অনীহা প্রকাশ করছেন। বিষয়টি আইনত অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৫ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে (সূত্র নং: ডিসিপি (পিআর) ০৫/২০২৫-৪৮৪) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সকল প্রকার ধাতব মুদ্রা বৈধ। তাই ১ ও ২ টাকার ধাতব মুদ্রা গ্রহণে কেউ অনীহা প্রকাশ করতে পারেন না।”

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এসব ধাতব মুদ্রা দেশের বৈধ মুদ্রা হিসেবে আইন দ্বারা স্বীকৃত। ফলে এগুলো লেনদেনে অগ্রাহ্য করা বা গ্রহণে অস্বীকৃতি জানানো প্রচলিত আইন লঙ্ঘনের শামিল।

বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে, ১ ও ২ টাকার ধাতব মুদ্রা ব্যবহার অব্যাহত রাখার জন্য এবং জাতীয় স্বার্থে লেনদেনে বাধা না দেওয়ার জন্য।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রকাশনা) ও সহকারী মুখপাত্র সাঈদা খানম।

বাংলাদেশ ব্যাংক সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রধান বার্তা সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছে, উক্ত বার্তাটি প্রচার করে জনগণকে সচেতন করতে যেন সহযোগিতা করা হয়।

উপসংহার:
বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা অনুযায়ী ১ ও ২ টাকার ধাতব মুদ্রা যেমন বৈধ, তেমনি তা গ্রহণে অনীহা প্রকাশ করা আইনত দণ্ডনীয়। তাই প্রতিটি নাগরিকের দায়িত্ব, বৈধ মুদ্রার সম্মান রক্ষা করে সঠিকভাবে লেনদেনে তা ব্যবহার করা।

বাংলাদেশ ব্যাংক

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা।

সূত্র নং: ডিসিপি (পিআর) ০৫/২০২৫-৪৮৪

ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স

তারিখ: ১৫ অক্টোবর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রধান বার্তা সম্পাদক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ঢাকা।

১ ও ২ টাকাসহ প্রচলিত ধাতব মুদ্রার লেনদেন প্রসঙ্গে

সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের কোনো কোনো এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন। কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সকল প্রকার ধাতব মুদ্রা বৈধ বিধায় তা নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

জাতীয় স্বার্থে উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য বিশেষ অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,

স্বাক্ষরিত

(সাঈদা খানম)

পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র 

ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স 

বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.