ad

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি: শূন্যপদ গণনার নির্দেশ

Views


প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি: শূন্যপদ গণনার নির্দেশ

👉 প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা: ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বিস্তারিত সংবাদ প্রতিবেদন:

নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি হিসেবে সারাদেশের সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)

অধিদপ্তরের নিয়োগ শাখা থেকে জারি করা স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৩.১১.০০৩.২৫-২০৪, তারিখ ২৮ অক্টোবর ২০২৫, অনুযায়ী জানানো হয়েছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া, যা নিয়মিতভাবে আপডেট রাখতে হবে।

চিঠিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকের শূন্যপদের হালনাগাদ তথ্য প্রয়োজন। সেই অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য প্রেরণের জন্য অধিদপ্তর একটি নির্দিষ্ট ছক দিয়েছে, যেখানে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে—

১️⃣ উপজেলা/থানার নাম
২️⃣ অনুমোদিত পদ সংখ্যা (প্রাক-প্রাথমিকসহ)
৩️⃣ কর্মরত পদ সংখ্যা
৪️⃣ শূন্যপদ সংখ্যা (চলতি দায়িত্বসহ)
৫️⃣ চলতি দায়িত্বে নিয়োজিত শিক্ষকের সংখ্যা
৬️⃣ নিয়োগযোগ্য পদ সংখ্যা
৭️⃣ মামলা বা অন্যান্য কারণে সংরক্ষিত পদ সংখ্যা

প্রতিটি উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে, এই তথ্যের সফ্টকপি ও হার্ডকপি উভয়ই প্রেরণ করতে হবে। ই-মেইল ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে —
📧 ad.recruitdpe@yahoo.com

চিঠিতে আরও বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরবর্তী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই তথ্য সংগ্রহ করছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন আইরিন পারভীন, সহকারী পরিচালক (নিয়োগ), পলিসি ও অপারেশন বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিশ্লেষণ:
এই নির্দেশনার মাধ্যমে বোঝা যাচ্ছে, সরকার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুততর ও হালনাগাদ রাখতে চায়। তাই ডিসেম্বরের শেষ নাগাদ কোন কোন বিদ্যালয়ে পদ খালি থাকবে, তার সঠিক তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এটি শিক্ষক নিয়োগে নতুন ধাপের ইঙ্গিত বলেও মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

সূত্র:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৩.১১.০০৩.২৫-২০৪
তারিখ: ২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

অতীব জরুরী

স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৩.১১.০০৩.২৫-২০৪

তারিখঃ ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়ঃ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকের শূন্যপদের তথ্য প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সম্পন্ন করতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকের শূন্যপদের হালনাগাদ তথ্য প্রয়োজন। আগামী ০৯.১০.২০২৫ তারিখের মধ্যে ই-মেইল ad.recruitdpe@yahoo.com এ নিম্নের ছক মোতাবেক তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

ছক- (সহকারী শিক্ষক)

ক্রমিক নং

উপজেলা/থানা

সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা (প্রাক-প্রাথমিকসহ)

কর্মরত পদ সংখ্যা

শূন্যপদ সংখ্যা (চলতি দায়িত্বের পদসহ) (৩-৪)

চলতি দায়িত্ব প্রদানকৃত সংখ্যা

নিয়োগযোগ্য পদ সংখ্যা (৫-৬)

মন্তব্য/মামলা জনিত সংরক্ষণ

২। তথ্যের সফ্টকপি ও হার্ডকপি প্রেরণ করতে হবে।

স্বাক্ষরিত

(আইরিন পারভীন)

সহকারী পরিচালক (নিয়োগ)

পলিসি ও অপারেশন বিভাগ



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.