উপজেলা স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং কমিটির গঠন ও কার্যপরিধি
উপজেলা স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং কমিটির গঠন ও কার্যপরিধি
উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং কমিটি গঠন: প্রতি সপ্তাহে মাঠ পর্যায়ে তদারকি নির্দেশ
সংবাদ প্রতিবেদন:
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকারের চলমান স্কুল ফিডিং কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে “স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং কমিটি” গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হবে বিদ্যালয়ভিত্তিক খাদ্য বিতরণ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন, খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং নিয়মিত তদারকি করা।
কমিটির গঠন:
নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থাকবেন কমিটির চেয়ারম্যান হিসেবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ওয়ার্ডের মহিলা মেম্বার (ইউএনও কর্তৃক মনোনীত, যদি থাকে) থাকবেন সদস্য হিসেবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন সদস্য-সচিবের দায়িত্বে।
কার্যপরিধি:
👉 বিদ্যালয়ে কার্যক্রম বাস্তবায়ন: অপারেশনাল গাইডলাইন অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রোগ্রামের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
👉 খাদ্য সংগ্রহ ও সরবরাহ: উপজেলা পর্যায়ে খাদ্য সংগ্রহ ও বিদ্যালয়ভিত্তিক খাদ্য সরবরাহ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
👉 খাদ্য নিরাপত্তা ও গুণমান পরীক্ষা: প্রতি সপ্তাহে কমপক্ষে একবার দলীয় বা এককভাবে খাদ্যের নমুনা পরীক্ষা করে নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করতে হবে।
👉 বেকারি ও সংরক্ষণাগার পরিদর্শন: সপ্তাহে অন্তত একবার বেকারি ও ফুড স্টোরেজ পরিদর্শন করতে হবে যাতে খাদ্য নষ্ট না হয় এবং স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষিত থাকে।
👉 সুপেয় পানি ও হ্যান্ডওয়াশ ব্যবস্থা: বিদ্যালয়ে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এবং হ্যান্ডওয়াশ ডিসপেন্সার সঠিকভাবে স্থাপন ও ব্যবহারের বিষয়টি নিয়মিত যাচাই করা হবে।
👉 সরবরাহকারীদের সঙ্গে সমন্বয়: বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিক্রেতা ও স্থানীয় খাদ্য সরবরাহকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা করতে হবে।
👉 শিক্ষার্থীদের সময়মতো খাবার নিশ্চিতকরণ: ছাত্রছাত্রীরা যেন নির্ধারিত সময়ে খাদ্য পায়, তা মনিটরিং কমিটিকে নিশ্চিত করতে হবে।
👉 প্রশাসনিক দায়িত্ব: সময়মতো রিকুইজিশন ও রিপোর্ট দাখিল করা বাধ্যতামূলক।
👉 নিয়মিত সভা: কমিটি প্রতি ৪ মাসে অন্তত ১ বার সভা করবে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে।
উল্লেখ্য, স্কুল ফিডিং কার্যক্রম প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি পূরণ, স্কুলে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা পর্যায়ে এই কমিটি গঠনের মাধ্যমে মাঠ পর্যায়ের মনিটরিং আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং কমিটির গঠন ও কার্যপরিধি:
কর্মকর্তার পদবী ও কমিটিতে পদবী
১) উপজেলা নির্বাহী অফিসার ---চেয়ারপারসন
২) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা---সদস্য
৩) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা---সদস্য
৪) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা---সদস্য
৫) উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর---সদস্য
৬) উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক---সদস্য
৭) ওয়ার্ডের মহিলা মেম্বার (UNO কর্তৃক মনোনীত যদি থাকে)---সদস্য
৮) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার---সদস্য সচিব
কার্যপরিধি:
👉 অপারেশনাল গাইডলাইন অনুযায়ী সকল বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রোগ্রামের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা;
👉 উপজেলা পর্যায়ে খাদ্য সংগ্রহ এবং বিদ্যালয়ে খাদ্য সরবরাহ নিশ্চিত করা;
👉 নিয়মিত অর্থাৎ প্রতি সপ্তাহে কমপক্ষে একবার দলীয়ভাবে অথবা এককভাবে নমুনা পরীক্ষার মাধ্যমে খাদ্য নিরাপত্তা এবং গুণমান নিশ্চিত করা;
👉 প্রতি সম্পাহে কমপক্ষে একবার বেকারী এবং ফুড স্টোরেজ পরিদর্শন করা;
👉 প্রতিটি বিদ্যালয়ে নিরাপদ সুপেয় পানির সুবিধা নিশ্চিত করা;
👉 বিদ্যালয়গুলিতে হ্যান্ডওয়াশের ডিসপেন্সার ঠিকমত স্থাপন এর ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কীনা তা নিয়মিত পরীক্ষা করা;
👉 বিদ্যালয়ে নিরবচ্ছিন্নভাবে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিক্রেতা এবং স্থানীয় পর্যায়ের খাদ্য সরবরাহকারীদের সাথে সমন্বয় ও সহযোগিতা করা;
👉 ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ে সময়মতো খাবার পায়, তা নিশ্চিত করা;
👉 সময়মত রিকুইজিশন এবং রিপোর্ট জমা দেওয়া নিশ্চিত করা;
👉 কমিটি প্রতি ৪ মাসেও ১ বার মিটিং করবে।

.jpg)





No comments
Your opinion here...