সরকারি নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী-ভাতা বাড়লো
সরকারি নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী-ভাতা বাড়লো — নতুন হার কার্যকর আজ থেকেই
সরকারি নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কাজের জন্য প্রদেয় সম্মানী ও পারিতোষিকের হার পুনঃনির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। আজ (২০ অক্টোবর ২০২৫) প্রকাশিত এক পরিপত্রে এই নতুন হার ঘোষণা করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে।
অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে জারি করা এ পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ/পদোন্নতি সম্পর্কিত কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিশেষজ্ঞ ও পরীক্ষকদের জন্য নতুন হারে সম্মানী নির্ধারণ করা হয়েছে।
🔹 পুনঃনির্ধারিত সম্মানীর বিস্তারিতঃ
১️⃣ প্রশ্নপত্র প্রণয়ন: জনপ্রতি ৬,০০০ টাকা।
২️⃣ বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্য (প্রতি সভায়): জনপ্রতি ৬,০০০ টাকা।
৩️⃣ মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/বিশেষজ্ঞ (প্রতি দিন): জনপ্রতি ৬,০০০ টাকা।
৪️⃣ উত্তরপত্র পরীক্ষণ:
ক) পূর্ণ উত্তরপত্র - ১৩০ টাকা।
খ) অবজেকটিভ টাইপ উত্তরপত্র - ৩৫ টাকা।
৫️⃣ আপ্যায়ন ব্যয় (জনপ্রতি):
ক) দুপুর/রাতের খাবার - ৫০০ টাকা।
খ) নাস্তা - অপরিবর্তিত।
৬️⃣ পরীক্ষা পরিচালনায় সম্পৃক্ত কর্মচারীগণের দৈনিক সম্মানী:
ক) ৯ম গ্রেড ও তদূর্ধ্ব - ১,২০০ টাকা।
খ) ১০ম–১৬তম গ্রেড - ১,০০০ টাকা।
গ) ১৭–২০তম গ্রেড - ৮০০ টাকা।
৭️⃣ খাতা পুনঃমূল্যায়ন: ৫০ টাকা।
৮️⃣ পরীক্ষা ভেন্যুর সমন্বয়কারীর সম্মানী: ৩,৫০০ টাকা।
৯️⃣ লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক: প্রতি দিন ১,৮০০ টাকা।
🔟 কোডিং ও ডিকোডিং ফি: প্রতি খাতা ৩ টাকা।
১১️⃣ আসনবিন্যাস ব্যয়: প্রতি পরীক্ষার্থী ৩ টাকা।
১২️⃣ উত্তরপত্র তৈরির ব্যয় (কাগজসহ): প্রতি পরীক্ষার্থী ৬ টাকা।
১৩️⃣ বিবিধ ব্যয় (কাগজ, কলম ইত্যাদি): সর্বোচ্চ ৮,০০০ টাকা পর্যন্ত।
🔹 শর্তাবলি:
(ক) একাধিক পদের প্রশ্নপত্র প্রণয়ন হলেও দৈনিক একটির বেশি সম্মানী প্রাপ্য নয়।
(খ) একই দিনে একাধিক পদোন্নতি সভা হলেও একটি সম্মানী প্রযোজ্য।
(গ) একই দিনে দুইটির বেশি পরীক্ষা নিলে সর্বোচ্চ ২ (দুই)টি সম্মানী পাওয়া যাবে।
(ঘ) ভেন্যু হিসেবে ব্যবহৃত স্কুল/কলেজের জন্য আলাদা ফি বা চার্জ প্রদান করা যাবে না।
(ঙ) সম্মানী প্রদানে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোঃ ফেরদৌস আলম স্বাক্ষরিত এ পরিপত্রে উল্লেখ করা হয় যে, নতুন এই সম্মানী হার আদেশ জারির তারিখ থেকে অবিলম্বে কার্যকর হবে।
উপসংহারঃ
সরকারি নিয়োগ, পদোন্নতি ও পরীক্ষাসংশ্লিষ্ট কাজে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এ সম্মানীহার পুনঃনির্ধারণ করা হলো। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে সরকারি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
প্রবিধি-২ শাখা
www.mof.gov.bd
নং-০৭,০০,০০০০.১৭২.৩৩.০২১.২০-৩७०
তারিখ:-০৪ কার্তিক ১৪৩২ ২০ অক্টোবর ২০২৫
পরিপত্র
বিষয়: মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী পারিতোষিক হার পুনঃনির্ধারণ।
সরকার সকল মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক নিম্নোক্ত হারে পুনঃনির্ধারণ করিল:
১) বিষয়ঃ প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি)ঃ
পুনঃ নির্ধারিত হারঃ ৬,০০০/- (ছয় হাজার) টাকা
২) বিষয়ঃ বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতি সভার জন্য জনপ্রতি)ঃ
পুনঃ নির্ধারিত হারঃ ৬,০০০/- (ছয় হাজার) টাকা
৩) বিষয়ঃ মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/ বিশেষজ্ঞদের সম্মানী (প্রতি দিনের জন্য জনপ্রতি)ঃ
পুনঃ নির্ধারিত হারঃ ৬,০০০/- (ছয় হাজার) টাকা
৪) বিষয়ঃ উত্তরপত্র পরীক্ষণ:
ক) পূর্ণ উত্তরপত্র (প্রতিটি):
খ) পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি)
পুনঃ নির্ধারিত হারঃ ক) ১৩০/- (একশত ত্রিশ) টাকা
খ) ৩৫/- (পঁয়ত্রিশ) টাকা
৫) বিষয়ঃ লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ। প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন
ব্যয় (জনপ্রতি):
ক) দুপুর/রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে)
খ) নাস্তা
পুনঃ নির্ধারিত হারঃ ক) ৫০০/- (পাঁচশত) টাকা
খ) অপরিবর্তিত
৬) বিষয়ঃ লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীগণের
সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি)
ক) ৯ম গ্রেড ও তদূর্ধ্ব
খ) ১০ম থেকে ১৬তম গ্রেড
গ) ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেড
পুনঃ নির্ধারিত হারঃ ক) ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা
খ) ১,০০০/- (এক হাজার) টাকা
গ) ৮০০/- (আটশত) টাকা
৭) বিষয়ঃ খাতা পুন: মূল্যায়ন
পুনঃ নির্ধারিত হারঃ ৫০/-(পঞ্চাশ) টাকা
৮) বিষয়ঃ ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী (০১ জন)
পুনঃ নির্ধারিত হারঃ ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা
৯) বিষয়ঃ লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি)
পুনঃ নির্ধারিত হারঃ ১,৮০০/- (এক হাজার আটশত) টাকা
১০) বিষয়ঃ কোডিং ও ডিকোডিং ফি
পুনঃ নির্ধারিত হারঃ ৩/- (তিন) টাকা
১১) বিষয়ঃ লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ ব্যয় (প্রতি পরীক্ষার্থীর জন্য)
পুনঃ নির্ধারিত হারঃ ৩/- (তিন) টাকা
১২) বিষয়ঃ লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরী (কাগজসহ) (প্রতি পরীক্ষার্থীর জন্য)
পুনঃ নির্ধারিত হারঃ ৬/- (ছয়) টাকা
১৩) বিষয়ঃ বিবিধ (কাগজ, কলম এবং আনুসঙ্গিক দ্রব্যাদি)
পুনঃ নির্ধারিত হারঃ অনধিক ৮,০০০/- (আট হাজার) টাকা
শর্তাবলি:
(ক) প্রশ্নপত্র প্রণয়নের জন্য নির্বাচন কমিটির সদস্য/বিশেষজ্ঞগণ একাধিক পদের পরীক্ষা হলেও দৈনিক জনপ্রতি ১ (এক) টির বেশি সম্মানী প্রাপ্য হবেন না;
(খ) একই কার্যদিবসে পদোন্নতি/নির্বাচন কমিটির একাধিক সভার ক্ষেত্রে একটির বেশি সম্মানী প্রাপ্য হবেন না;
(গ) একই কার্যদিবসে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হলে একাধিক পদের পরীক্ষা হলেও সর্বোচ্চ ০২ (দুই) টি সম্মানী প্রাপ্য হবেন;
(ঘ) স্কুল/কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোন অবস্থাতেই ভেন্যু/কেন্দ্র ফি বা অন্য কোন প্রকার চার্জ প্রদান করা যাবে না; এবং
(ঙ) সম্মানী প্রদানের ক্ষেত্রে কোন অনিয়ম হলে পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
০২। আদেশ জারির তারিখ থেকে ইহা অবিলম্বে কার্যকর হইবে।
স্বাক্ষরিত
(ড. মোঃ ফেরদৌস আলম)
যুগ্মসচিব




No comments
Your opinion here...