এক নজরে সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ২০২৬: কত লাগবে, কোথায় থাকবেন
👉 ২০২৬ সালের হজ প্যাকেজ ও চূড়ান্ত নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ: ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক
সংবাদ প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ প্রকাশ করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে হজে গমনেচ্ছুদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো নিবন্ধন গ্রহণযোগ্য হবে না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি (নং-১৬.০০.০০০০.০০৩.১৮.০০৬.১৯.৪৩৩, তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫) অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই হজে গমনেচ্ছুদের জন্য চারটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
🕋 সরকারি মাধ্যমের হজ প্যাকেজসমূহ:
১️⃣ হজ প্যাকেজ-১ (বিশেষ)
মূল্য: ৬,৯০,৫৯৭ টাকা
-
আবাসন: হারাম শরীফের ৭০০ মিটারের মধ্যে
-
মিনা-আরাফা সার্ভিস: জোন-২, “ডি+” ক্যাটাগরির সার্ভিস
-
বিশেষ সুবিধা: হোটেলের দূরত্ব ও সার্ভিসের মানের কারণে “বিশেষ প্যাকেজ” হিসেবে বিবেচিত
২️⃣ হজ প্যাকেজ-২
মূল্য: ৫,৫৮,৮৮১ টাকা
-
আবাসন: হারাম শরীফ থেকে ১.২–১.৮ কিলোমিটারের মধ্যে
-
মিনা-আরাফা সার্ভিস: জোন-২, “ডি” ক্যাটাগরি
৩️⃣ হজ প্যাকেজ-৩
মূল্য: ৪,৬৭,১৬৭ টাকা
-
আবাসন: আজিজিয়া এলাকা (হারাম শরীফ থেকে ৬–৮ কিমি দূরে, বাসে যাতায়াত)
-
মিনা-আরাফা সার্ভিস: জোন-৫, “ডি” ক্যাটাগরি
🕋 বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ:
৪️⃣ বেসরকারি সাধারণ হজ প্যাকেজ
মূল্য: ৫,০৯,১৮৫ টাকা
-
আবাসন: মক্কায় হারাম শরীফ থেকে ৩ কিমি দূরে (বাসে যাতায়াত)
-
মদিনায় আবাসন: মসজিদে নববী থেকে ১ কিমির মধ্যে
-
মিনা-আরাফা সার্ভিস: জোন-৫, “ডি” ক্যাটাগরি
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ প্রতিদিন প্রায় ৩৫ সৌদি রিয়াল অতিরিক্ত নিতে হবে। এই অর্থ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়।
💠 রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা:
সরকারি মাধ্যমের হজ প্যাকেজ-১ ও ২ এর হজযাত্রীরা অতিরিক্ত অর্থ প্রদান করে ২ বা ৩ সিটের রুমে আপগ্রেডেশন করতে পারবেন।
যেমন—
হজ প্যাকেজ-১ (২ সিট রুম): ৯,৭৯,০৮৪ টাকা
-
হজ প্যাকেজ-১ (৩ সিট রুম): ৮,৮২,৯২২ টাকা
-
হজ প্যাকেজ-২ (২ সিট রুম): ৭,৩৪,৩১২ টাকা
-
হজ প্যাকেজ-২ (৩ সিট রুম): ৬,৭৫,৮৩৫ টাকা
শর্ট প্যাকেজ গ্রহণকারীদের জন্যও নির্ধারিত অতিরিক্ত টাকা জমা দিতে হবে।
📅 নিবন্ধনের সময়সীমা ও শর্তাবলী:
১️⃣ নিবন্ধনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৫
২️⃣ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে: ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত
৩️⃣ ই-হজ সিস্টেমে নিবন্ধন: www.hajj.gov.bd ওয়েবসাইটে ভাউচার তৈরি করে ব্যাংকে বা অনলাইনে অর্থ পরিশোধ করে করা যাবে।
৪️⃣ প্রাথমিক নিবন্ধনের অর্থ: ৩,৫০,০০০ টাকা
৫️⃣ অবশিষ্ট অর্থ পরিশোধের সময়সীমা: ৩১ ডিসেম্বর ২০২৫
৬️⃣ মেডিকেল ফিটনেস সনদ ছাড়া কেউ হজে যেতে পারবেন না
৭️⃣ ২০ জানুয়ারি ২০২৬ এর পর নিবন্ধন বাতিলে অর্থ ফেরত পাওয়া যাবে না।
🕋 বেসরকারি মাধ্যমের জন্য অতিরিক্ত নির্দেশনা:
অনুমোদিত এজেন্সিগুলো শুধুমাত্র সরকার ঘোষিত সাধারণ প্যাকেজের সমমান বা উন্নত প্যাকেজ দিতে পারবে।
-
নগদ অর্থ গ্রহণ নিষিদ্ধ; টাকা জমা দিতে হবে এজেন্সির ব্যাংক হিসাবে।
-
হজযাত্রীর সাথে লিখিত চুক্তিতে হোটেলের দূরত্ব, সার্ভিস ক্যাটাগরি, পরিবহন, এবং অন্যান্য সুবিধা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।
📞 হজ কল সেন্টার: ১৬১৩৬
হজ সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বা প্রাক-নিবন্ধন ও চূড়ান্ত নিবন্ধনের জন্য এ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তি জারি করেছেন:
মোঃ তফিকুল ইসলাম
সিনিয়র সহকারী সচিব
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
সংক্ষেপে:
👉 ২০২৬ সালের হজে যেতে হলে ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
👉 সরকারি প্যাকেজ শুরু ৪,৬৭,১৬৭ টাকা থেকে, আর বেসরকারি প্যাকেজ ৫,০৯,১৮৫ টাকা।
👉 ই-হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে অনলাইনে সব তথ্য, প্যাকেজ ও নিবন্ধন সুবিধা পাওয়া যাবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
হজ-৩ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
নং-১৬.০০.০০০০.০০৩.১৮.০০৬.১৯.৪৩৩
তারিখ: ১৫ আশ্বিন ১৪৩২
৩০ সেপ্টেম্বর ২০২৫
হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর আলোকে চূড়ান্ত নিবন্ধন বিজ্ঞপ্তি
হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঘোষণা করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ২০২৬ সনে হজে গমনেচ্ছুদের আবশ্যিকভাবে নিবন্ধন করতে হবে।
ক) মাধ্যম ঃ সরকারি
১) হজ প্যাকেজের নামঃ হজ প্যাকেজ-১ (বিশেষ)*
টাকার পরিমাণঃ ৬,৯০,৫৯৭
খ) মাধ্যম ঃ সরকারি
২) হজ প্যাকেজের নামঃ হজ প্যাকেজ-২
টাকার পরিমাণঃ ৫,৫৮,৮৮১
গ) মাধ্যম ঃ সরকারি
৩) হজ প্যাকেজের নামঃ হজ প্যাকেজ-৩
টাকার পরিমাণঃ ৪,৬৭,১৬৭
ঘ) মাধ্যম ঃ বেসরকারি/এজেন্সি
৪) হজ প্যাকেজের নামঃ বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ
টাকার পরিমাণঃ ৫,০৯,১৮৫
* শুধু হোটেলের দূরত্ব ও মিনা-আরাফায় সার্ভিস ক্যাটাগরি (ডি+সাভিস) বিবেচনায় এই প্যাকেজকে বিশেষ হিসেবে গণ্য করা হয়েছে
** কুরবানীর অর্থ প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে
সরকারি মাধ্যম
হজ প্যাকেজ-১ (বিশেষ)'
আবাসন/সার্ভিসঃ
মক্কায় আবাসনঃ হারাম শরীফের বহিঃচত্বর হতে ৭০০ মিটারের মধ্যে
'মদিনায় আবাসনঃ মদিনায় মারকাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকা
মিনা-আরাফার সার্ভিসঃ জোন-২ এ তাঁবু এবং 'ডি+' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ
হজ প্যাকেজ-২'
আবাসন/সার্ভিসঃ
মক্কায় আবাসনঃ হারাম শরীফের বহিঃচত্বর হতে ১.২-১.৮ কি.মি.এর মধ্যে
মদিনায় আবাসনঃ মদিনায় মার্কাজিয়া এলাকা
মিনা-আরাফার সার্ভিসঃ জোন-২ এ তাঁবু এবং 'ডি' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ
'হজ প্যাকেজ-৩'
আবাসন/সার্ভিসঃ
মক্কায় আবাসনঃ আজিজিয়া এলাকায়। দূরত্ব ৬-৮ কি.মি. (পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্যে বাসে যাতায়াত)
মদিনায় আবাসনঃ মদিনায় মারকাজিয়া এলাকার বাহিরে
মিনা-আরাফার সার্ভিসঃ জোন-৫ এ তাঁবু এবং 'ডি' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ
বেসরকারি মাধ্যম
'সাধারণ হজ প্যাকেজ'
আবাসন/সার্ভিসঃ
মক্কায় আবাসনঃ আবাসন/সার্ভিসঃ হারাম শরীফের বহিঃচত্বর হতে ৩ কি.মি. এর মধ্যে (বাসে যাতায়াত)
মদিনায় আবাসনঃ মসজিদে নববী হতে ১ কি.মি. এর মধ্যে
মিনা-আরাফার সার্ভিসঃ জোন-৫ এ তাঁবু এবং 'ডি' ক্যাটাগরির সার্ভিসসহমোয়াল্লেম কর্তৃক খাবারসরবরাহ
* প্রত্যেক হজযাত্রীর খাবার বাবদ প্রতিদিন ৩৫ সৌদি রিয়াল (কম/বেশি) ব্যয় হতে পারে। সে অনুযায়ী প্রয়োজনীয় সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে।
হজ প্যাকেজ-১ (বিশেষ) এবং হজ প্যাকেজ-২ এর রুম আপগ্রেডেশন:
সরকারি মাধ্যমের হজ প্যাকেজ-১ (বিশেষ) এর হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলে প্রতিরুমে সর্বোচ্চ ৫ সিট এবং হজ প্যাকেজ-২ এর প্রতিরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে ২ অথবা ৩ সিটের রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজে গমনের সুবিধা গ্রহণ করা যাবে, যা নিম্নরূপ:
সরকারি মাধ্যমের হজ প্যাকেজ-১ (বিশেষ) এর হজযাত্রীদের পরিশোধযোগ্য অর্থের পরিমাণ
১) প্যাকেজের ধরনঃ হজ প্যাকেজ-১ (বিশেষ)
প্যাকেজ মূল্য জনপ্রতি টাকাঃ ৬,৯০,৫৯৭.০০
প্রাথমিক নিবন্ধনের টাকা সমন্বয়ঃ ৩,৫০,০০০.০০
প্রাক নিবন্ধন সমন্বয় টাকাঃ ২৯,০০০,০০
চূড়ান্ত নিবন্ধনকালীন প্রদেয় (টাকা)ঃ ৩,১১,৫৯৭.০০
শট প্যাকেজ গ্রহণকারার ক্ষেত্রে টাকার পরিমাণঃ ৩,৪৪,৪৪৭.০০
২) প্যাকেজের ধরনঃ ২ সিটের রুমঃ
প্যাকেজ মূল্য জনপ্রতি টাকাঃ ৯,৭৯,০৮৪.০০
প্রাথমিক নিবন্ধনের টাকা সমন্বয়ঃ ৩,৫০,০০০,০০
প্রাক নিবন্ধন সমন্বয় টাকাঃ ২৯,০০০,০০
চূড়ান্ত নিবন্ধনকালীন প্রদেয় (টাকা)ঃ ৬,০০,০৮৪.০০
শট প্যাকেজ গ্রহণকারার ক্ষেত্রে টাকার পরিমাণঃ ৬,৬৫,৭৮৪.০০
৩) প্যাকেজের ধরনঃ ৩ সিটের রুমঃ
প্যাকেজ মূল্য জনপ্রতি টাকাঃ ৮,৮২,৯২২.০০
প্রাথমিক নিবন্ধনের টাকা সমন্বয়ঃ ৩,৫০,০০০,০০
প্রাক নিবন্ধন সমন্বয় টাকাঃ ২৯,০০০,০০
চূড়ান্ত নিবন্ধনকালীন প্রদেয় (টাকা)ঃ ৫,০৩,৯২২.০০
শট প্যাকেজ গ্রহণকারার ক্ষেত্রে টাকার পরিমাণঃ ৫,৫৮,৬৭২.০০
সরকারি মাধ্যমের হজ প্যাকেজ-২ এর হজযাত্রীদের পরিশোধযোগ্য অর্থের পরিমাণ
১) প্যাকেজের ধরনঃ হজ প্যাকেজ-২
প্যাকেজ মূল্য জনপ্রতি টাকাঃ ৫,৫৮,৮৮১.০০
প্রাথমিক নিবন্ধনের টাকা সমন্বয়ঃ ৩,৫০,০০০.০০
প্রাক নিবন্ধন সমন্বয় টাকাঃ ২৯,০০০,০০
চূড়ান্ত নিবন্ধনকালীন প্রদেয় (টাকা)ঃ ১,৭৯,৮৮১,০০
শট প্যাকেজ গ্রহণকারার ক্ষেত্রে টাকার পরিমাণঃ ২,১২,৭৩১.০০
২) প্যাকেজের ধরনঃ ২ সিটের রুমঃ
প্যাকেজ মূল্য জনপ্রতি টাকাঃ ৭,৩৪,৩১২.০০
প্রাথমিক নিবন্ধনের টাকা সমন্বয়ঃ ৩,৫০,০০০,০০
প্রাক নিবন্ধন সমন্বয় টাকাঃ ২৯,০০০,০০
চূড়ান্ত নিবন্ধনকালীন প্রদেয় (টাকা)ঃ ৩,৫৫,৩১২.০০
শট প্যাকেজ গ্রহণকারার ক্ষেত্রে টাকার পরিমাণঃ ৪,২১,০১২.০০
৩) প্যাকেজের ধরনঃ ৩ সিটের রুমঃ
প্যাকেজ মূল্য জনপ্রতি টাকাঃ ৬,৭৫,৮৩৫.০০
প্রাথমিক নিবন্ধনের টাকা সমন্বয়ঃ ৩,৫০,০০০,০০
প্রাক নিবন্ধন সমন্বয় টাকাঃ ২৯,০০০,০০
চূড়ান্ত নিবন্ধনকালীন প্রদেয় (টাকা)ঃ ২,৯৬,৮৩৫.০০
শট প্যাকেজ গ্রহণকারার ক্ষেত্রে টাকার পরিমাণঃ ৩,৫১,৫৮৫.০০
* ভাড়াকৃত হোটেলে রুমের সিটের প্রাপ্যতা অনুসারে ৪ সিটের রুম ২ সিটে এবং ৫ সিটের রুম ৩ সিটে রুপান্তর করে আপগ্রেডেশন হিসাব করা হয়েছে। এক্ষেত্রে উক্তরূপ আপগ্রেডেশন অনুযায়ী সিট বরাদ্দ প্রদান করা না হলে আনুপাতিক হারে অর্থ ফেরত প্রদান করা হবে।
হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী:
১. ১২ বছরের উর্ধ্বে হজপালনে যোগ্য বাংলাদেশের যে কোন মুসলিম নাগরিক চূড়ান্ত নিবন্ধন করে হজে যেতে পারবেন
২. নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত থাকতে হবে
৩. ই-হজ সিস্টেমে (www.hajj.gov.bd) ভাউচার তৈরি করে ভাউচারে উল্লিখিত পরিমাণ অর্থ নির্ধারিত ব্যাংকে বা অনলাইনে পরিশোধ করে প্রাক-নিবন্ধন করা যাবে
৪. হজ অফিস, আশকোনা, ঢাকা, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম, বিভাগীয় ও জেলা কার্যালয়ে প্রাক-নিবন্ধন/পাথমিক নিবন্ধন/নিবন্ধন ভাউচার তৈরি করা যাবে
৫. হজ প্যাকেজ ঘোষণার পূর্বে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে ১২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে চূড়ান্ত নিবন্ধনের ভাউচার গ্রহণ করতে হবে
৬. প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে পরিশোধ করতে হবে। উক্ত সময়ের মধ্যে পরিশোধ না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হবে
৭. প্যাকেজ নির্বাচন অথবা চূড়ান্ত নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না
৮. ২০ জানুয়ারি ২০২৬ এর পর নিবন্ধন বাতিলের আবেদন করা হলে ব্যয়িত সমুদয় অর্থ (সৌদি পর্বের ব্যয়সহ) কর্তন করা হবে
৯. হজের খরচ কোন কারণে বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে
১০. হজ কলসেন্টার ১৬১৩৬ নম্বরে ফোন করে তথ্য প্রদানের মাধ্যমে হজের প্রাক-নিবন্ধন/প্রাথমিক নিবন্ধন/নিবন্ধন ভাউচার তৈরি করা যাবে
১১. মেডিকেল ফিটনেস ব্যতিত কোন হজযাত্রী হজে গমন করতে পারবেন না
১২. দুরারোগ্য ব্যাধিতে (হৃদরোগ, ফুসফুস, লিভার সিরোসিস, কিডনি রোগে আক্রান্ত, নিউরোলজিক্যাল, মানসিক রোগ, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, যক্ষ্মা এবং থেরাপি গ্রহণকারী ক্যান্সার রোগী) আক্রান্ত ব্যক্তি হজে গমন করতে পারবেন না
বেসরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের অতিরিক্ত শর্তাবলী
১. এজেন্সিসমূহ সরকার কর্তৃক অনুমোদিত "বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ" গ্রহণ করবে এবং মক্কা ও মদিনায় হোটেল/বাড়ির মান ও দূরত্ব, পরিবহন, তাঁবুর জোন ও মিনা-আরাফায় সার্ভিস ক্যাটাগরি বিবেচনায় অতিরিক্ত দু'টি প্যাকেজ ঘোষণা করে হজযাত্রী নিবন্ধন করতে পারবে। তবে সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ (হজ প্যাকেজ-৩) এ বর্ণিত সেবা-সুবিধাদি কমিয়ে কোন প্যাকেজ ঘোষণা করা যাবে না। উল্লেখ্য, লিড এজেন্সির সাথে সমন্বয়কারী সকল এজেন্সিকে একই ধরনের (Unique) প্যাকেজে হজযাত্রী নিবন্ধন করতে হবে
২. হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তিতে মক্কা ও মদিনার বাড়ি/হোটেলের মান ও দূরত্ব, মিনায় তাঁবুর জোন ও সার্ভিস ক্যাটাগরি, সৌদি আরবে মোট অবস্থানকাল, খাবার এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিবরণ আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে
৩. হজের টাকা নগদ জমা না দিয়ে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে। ব্যাংক একাউন্টের তথ্য হজ পোর্টালের এজেন্সি প্রোফাইলে পাওয়া যাবে
হজে গমনের শর্তাবলী, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা 'হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬' হতে বিস্তারিত জানা যাবে। সরকারি ও বেসরকারি মাধ্যমের পূর্ণাঙ্গ হজ প্যাকেজ হজ পোর্টাল (www.hajj.gov.bd) হতে ডাউনলোড করা যাবে এবং নিম্নোক্ত কিউআর কোড স্ক্যান করে পাওয়া যাবে।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হ'ল।
স্বাক্ষরিত
মোঃ তফিকুল ইসলাম
সিনিয়র সহকারী সচিব
No comments
Your opinion here...