ad

প্রতারণা রোধে সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

Views



প্রতারণা রোধে সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়


ঢাকা | ৫ সেপ্টেম্বর ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র প্রতারণার ফাঁদ পেতেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ ঘটনায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) একটি আনুষ্ঠানিক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে একটি প্রতারক চক্র সচিবের নাম-পরিচয় ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে Whatsapp কল করছে। তারা সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে জানাচ্ছে যে, মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে শিগগিরই আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এ সুযোগে প্রতারকরা কর্মকর্তাদের কাছ থেকে ক্রেডিট কার্ড নম্বর ও ব্যাংক একাউন্টের মতো স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

মন্ত্রণালয় স্পষ্ট জানায়, আর্থিক প্রণোদনা দেওয়ার কোনো বিষয়ই ভিত্তিহীন ও বানোয়াট। তাই এ ধরনের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত নাম্বার ছাড়াও ভিন্ন কোনো নাম্বার থেকে যদি এ ধরনের যোগাযোগ করা হয়, তবে সেটি এড়িয়ে চলতে হবে। পাশাপাশি এ ধরনের কল পেলে দ্রুত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

👉 সচেতন নাগরিকদের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের বার্তা হলো—“কোনোভাবেই ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড তথ্য শেয়ার করবেন না। প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে সতর্ক থাকুন।”

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 বাংলাদেশ সচিবালয়।

প্রতারক চক্র সম্পর্কে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্রের প্রতারণার অভিযোগ এ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

গত কয়েকদিন ধরে একটি প্রতারক চক্র মন্ত্রণালয়ের সচিবের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নাম্বার (০১৮৫১-২৭৪৫৬৫) হতে (যা মন্ত্রণালয়ের সচিবের ব্যবহৃত মোবাইল নম্বর নয়) প্রতারণার চেষ্টা করছে। তারা সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে Whatsapp এ কল করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে বলে জানাচ্ছে। এজন্য কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্টের তথ্যাদি চাওয়া হচ্ছে।

প্রকৃতপক্ষে, মন্ত্রণালয় থেকে আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তাই এ বিষয়ে কারো কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্টের তথ্যসহ অন্য যেকোনো স্পর্শকাতর তথ্য চাওয়া হলে, তা প্রদান না করার অনুরোধ করা হল। উপরোল্লিখিত নাম্বার ছাড়াও ভিন্ন কোন নাম্বার থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হল। পাশাপাশি, এ ধরণের কোন কল আসলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ করা হল।

স্বাক্ষরিত

(আব্দুল্লাহ শিবলী সাদিক) 

সিনিয়র ইনফরমেশন অফিসার 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.