ad

সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫: নতুন পরিবর্তন ও সফটওয়্যারভিত্তিক ব্যবস্থাপনা

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫: নতুন পরিবর্তন ও সফটওয়্যারভিত্তিক ব্যবস্থাপনা

ঢাকা, সোমবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২৫-এ থাকছে বেশ কিছু বড় পরিবর্তন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবার পরীক্ষার প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে সফটওয়্যারভিত্তিক প্রযুক্তি এবং আধুনিক পদ্ধতি। উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের অংশগ্রহণে প্রাপ্ত তথ্যমতে, এসব পরিবর্তনের লক্ষ্য হলো পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন ব্যবস্থায় স্বচ্ছতা, গতি ও নির্ভুলতা নিশ্চিত করা।

প্রধান পরিবর্তনসমূহ:

১। পরীক্ষার্থীর এডমিট কার্ড বা প্রবেশপত্রে স্বয়ংক্রিয়ভাবে ০৮ ডিজিটের রোল নম্বর যুক্ত হবে।
২। উত্তরপত্র সরবরাহ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৩। এবারে উত্তরপত্রে থাকবে OMR শিট, যা আধুনিক পরীক্ষাপদ্ধতির নতুন সংযোজন।
৪। কোন ধরনের কোডিং, কাটিং বা প্যাকেটিং আর প্রয়োজন হবে না।
৫। পরীক্ষা শেষে উত্তরপত্র সরাসরি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।
৬। জেলা পর্যায় থেকে উত্তরপত্র বা OMR শিট চলে যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে।
৭। পরীক্ষকদের নামের তালিকা সফটওয়্যারে এন্ট্রি দিতে হবে।
৮। একজন পরীক্ষক সর্বোচ্চ ২০০টি খাতা পরীক্ষণ করতে পারবেন।
৯। পরীক্ষকদের বাড়িতে বসেই উত্তরপত্র মূল্যায়নের সুযোগ থাকবে।
১০। নম্বর এন্ট্রি করা হবে সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে।

প্রশিক্ষণ কর্মসূচি

সেপ্টেম্বর ২০২৫-এর সাবক্লাস্টারে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার ব্যবহারের প্রায়োগিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে অনুশীলন করানো হবে। এই প্রশিক্ষণে উপজেলা ও থানা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা অংশ নেবেন।

শিক্ষা অধিদপ্তরের প্রত্যাশা

অধিদপ্তর মনে করছে, এই পরিবর্তনের ফলে পরীক্ষা ব্যবস্থাপনা আরও সহজ হবে, মূল্যায়নে স্বচ্ছতা আসবে এবং সময় বাঁচবে। একইসঙ্গে শিক্ষক-পরীক্ষকদের কাজও হবে প্রযুক্তিনির্ভর ও আধুনিক।

( সূত্র: উপজেলা/ থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণের অংশগ্রহণের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২৫ এর কার্যক্রম পরিচিতি)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.