ad

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতে নির্বাচন কমিশনের নির্দেশ

Views

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতে নির্বাচন কমিশনের নির্দেশ

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল প্রস্তুতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তালিকা চেয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। আগামী ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে প্যানেল প্রস্তুত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।

প্যানেল প্রস্তুতের শর্তাবলী

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে—

  1. প্রিজাইডিং অফিসার হিসেবে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা, কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা অথবা প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্তর্ভুক্ত হবেন।

  2. সহকারী প্রিজাইডিং অফিসার হবেন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, কলেজ বা স্কুলের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা সমমানের বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

  3. পোলিং অফিসার হিসেবে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষকবৃন্দকে অন্তর্ভুক্ত করা হবে।

তবে কোনো অবস্থাতেই জাতীয় বেতন স্কেলের ১৭ থেকে ২০ গ্রেডভুক্ত (চতুর্থ শ্রেণির) কর্মচারীকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে প্যানেলে রাখা যাবে না। তাদের নাম আলাদাভাবে সংগ্রহ করে অন্য দায়িত্বে ব্যবহার করা হবে।

যাদের অন্তর্ভুক্ত করা যাবে না

প্যানেল তৈরির ক্ষেত্রে বিতর্কিত সততা, দক্ষতা ও নিরপেক্ষতার প্রশ্নে থাকা কর্মকর্তা বা কর্মচারীকে বাদ দিতে হবে। একইসঙ্গে কোনো রাজনৈতিক দলের সদস্যকেও অন্তর্ভুক্ত করা যাবে না।

মহিলা কর্মকর্তা অন্তর্ভুক্তি

নির্দেশনায় বলা হয়েছে, মহিলা ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের জন্য যথাসম্ভব মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দিতে হবে। এজন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা শিক্ষক/কর্মচারীকে প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে।

অতিরিক্ত প্যানেল প্রস্তুত

প্রয়োজনীয় সংখ্যার সঙ্গে শতকরা ১০ ভাগ অতিরিক্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের নাম অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের তালিকা

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলের পাশাপাশি রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, নিয়ন্ত্রণ কক্ষ, নির্বাচনি তথ্য ও ফলাফল সংগ্রহ কেন্দ্রসহ বিভিন্ন কাজে দায়িত্ব পালনের জন্য পৃথক প্যানেলও প্রস্তুত করতে হবে।

নির্বাচন কমিশনের বক্তব্য

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের স্বচ্ছ ও সুষ্ঠু আয়োজনের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে প্যানেল চূড়ান্ত করে কমিশনকে অবহিত করতে হবে।

👉 এ নির্দেশনার আলোকে দেশের সব জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা তাদের আওতাধীন প্রতিষ্ঠানের প্রধানদের নিকট থেকে কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহের কাজ শুরু করবেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন সচিবালয়।

জাতীয় সংসদ নির্বাচন অগ্রাধিকার 

অতীব জরুরি

নম্বর- ১৭,০০,০০০০.০৩৪.৩৬.১৬.২৫-২১৩

তারিখ: ১৭ ভাদ্র ১৪৩২

০১ সেপ্টেম্বর ২০২৫

বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তার প্যানেল প্রস্তুত।

উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের নিমিত্ত প্যানেল প্রস্তুত করার লক্ষ্যে বিভিন্ন অফিস/প্রতিষ্ঠান হতে কর্মকর্তা/কর্মচারীদের তালিকা সংগ্রহ করা প্রয়োজন।

০২। প্যানেলে অর্ন্তভুক্ত করার শর্তাবলী: জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নরূপ শর্তাবলীর আলোকে প্যানেল প্রস্তুতসহ প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পাদনের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন:

(১) প্রিজাইডিং অফিসার:

(ক) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত অফিস ও প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির/প্রথম শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা, ক্ষেত্র বিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা;

(খ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত কলেজ/সমমানের মাদ্রাসার শিক্ষক, ক্ষেত্র বিশেষে ডেমনস্ট্রেটর/কর্মকর্তা;

(গ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা, কর্পোরেশন অথবা অনুরূপ কোন প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা, ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা;

(ঘ) প্রয়োজনবোধে বেসরকারি ব্যাংক, বীমা অথবা নির্ভরযোগ্য যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের অনুরূপ কর্মকর্তা/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কলেজ শিক্ষক/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/শিক্ষক;

(ঙ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত উচ্চ বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয় সমমানের মাদ্রাসার প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক, ক্ষেত্র বিশেষে সিনিয়র শিক্ষক।

(২) সহকারী প্রিজাইডিং অফিসার:

(ক) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত অফিস ও প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা/দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা;

(খ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত কলেজ/সমমানের মাদ্রাসার ডেমনস্ট্রেটর। কর্মকর্তা;

(গ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা, কর্পোরেশন অথবা অনুরূপ কোন প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির/দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা;

(ঘ) সরকারি প্রাথমিক বিদ্যালয়/রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক;

(ঙ) প্রয়োজনবোধে বেসরকারি ব্যাংক, বীমা অথবা নির্ভরযোগ্য যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের অনুরূপ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কোন প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর/দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা;

(চ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত উচ্চ বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয়/সমমানের মাদ্রাসার প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক/শিক্ষক।

(৩) পোলিং অফিসারঃ

(ক) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত অফিস ও প্রতিষ্ঠানের কর্মচারী;

(খ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত কলেজ/সমমানের মাদ্রাসার কর্মচারী;

(গ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা, কর্পোরেশন অথবা অনুরূপ কোন প্রতিষ্ঠানের কর্মচারী;

(ঘ) সরকারি প্রাথমিক বিদ্যালয়/রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক;

(ঙ) প্রয়োজন বোধে বেসরকারি ব্যাংক, বীমা অথবা নির্ভরযোগ্য যে কোন বেসরকারি অফিস/বেসরকারি বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠানের উক্তরূপ শিক্ষক/কর্মচারী;

(চ) সরকারি/সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চ বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয়/সমমানের মাদ্রাসার শিক্ষক/কর্মচারী।

০৩। প্যানেল প্রস্তুতের প্রাথমিক কার্যক্রম: সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার তার আওতাধীন এলাকায় স্থাপিত সকল সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানদের নিকট হতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের উদ্দেশ্যে প্যানেল প্রস্তুতের জন্য শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা সংযুক্ত "ছক" মোতাবেক সরবরাহের জন্য অনুরোধ করবেন।

০৪। কতিপয় ব্যক্তিকে প্যানেলে অন্তর্ভুক্ত না করাঃ প্যানেল প্রস্তুতির ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯(১) (১খ) অনুচ্ছেদ অনুসরণ করতে হবে। তাছাড়া, যেসকল কর্মকর্তা/কর্মচারী/শিক্ষক/শিক্ষিকা সম্পর্কে সততা, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে বিতর্ক রয়েছে তাঁদেরকে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসাবে নিয়োগের উদ্দেশ্যে প্যানেলভুক্ত করা যাবে না। এতদ্ব্যতীত কোন রাজনৈতিক দলের সদস্যকে কোন অবস্থাতেই প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে না।

০৫। প্যানেলে বিভিন্ন তথ্য অন্তর্ভুক্তকরণঃ ভোটগ্রহণকারী কর্মকর্তার প্যানেল প্রস্তুত করার সময় সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের কর্মদক্ষতা, সততা, সাহস এবং নিরপেক্ষতার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে যথাসম্ভব তাদের পদমর্যাদা, জ্যেষ্ঠতা, বেতনস্কেল ও মূল বেতন বিবেচনা করতে হবে। প্যানেলে অন্তর্ভুক্তির সময় প্রয়োজনে ব্যক্তিগত বিষয়াদি যেমন-তাঁর বয়স, শারীরিক ও মানসিক অবস্থা বা অন্য কোন প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে তালিকায় চিহ্নিত করে রাখতে হবে। উল্লেখ্য যে, কোনক্রমেই চতুর্থ শ্রেণীর (জাতীয় বেতন স্কেলের গ্রেড ১৭-২০) কোন কর্মচারীকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলে অর্ন্তভুক্ত করা যাবে না। তবে প্রিজাইডিং অফিসারের সহায়ক/নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব প্রদানের নিমিত্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নামের তালিকা উল্লিখিত ছকে সংগ্রহ করে পৃথক প্যানেল প্রস্তুত করতে হবে।

০৬। ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেলে মহিলা ভোটগ্রহণ কর্মকর্তা অন্তর্ভুক্তি: মহিলা ভোটকেন্দ্রে ভোটগ্রহণের উদ্দেশ্যে যথাসম্ভব মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের জন্য প্যানেলে পর্যাপ্ত সংখ্যক মহিলা শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী অর্ন্তভুক্ত করতে হবে।

০৭। ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্তকরণ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার কর্তৃক বিভিন্ন অফিস/প্রতিষ্ঠান হতে শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর তালিকা সংগ্রহ করে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করতে হবে। উল্লেখ্য যে, ক্রমিক ২ এ উল্লিখিত শর্তাবলী অনুসরণপূর্বক নির্ধারিত সংখ্যার চেয়ে শতকরা ১০ ভাগ অতিরিক্ত সংখ্যক প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের প্যানেল প্রস্তুত করতে হবে।

০৮। নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কাজে দায়িত্ব পালনকারীদের তালিকা: ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্যানেল ছাড়াও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয়, নিয়ন্ত্রণ কক্ষ, নির্বাচনি তথ্য/ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র, ভোটকেন্দ্র বা ভোটগ্রহণের পরিবেশ-পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ ও অন্যান্য কার্য সম্পাদনের জন্য একটি পৃথক প্যানেল প্রস্তুত করতে হবে।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত নির্দেশনার আলোকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: বর্ণনা মোতাবেক

(মোহাম্মদ মনির হোসেন)

উপসচিব

 নির্বাচন কমিশন সচিবালয়।







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.