ad

প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণকাজের যথার্থতা নিশ্চিতে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়ন বাধ্যতামূলক

Views



 প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণকাজের যথার্থতা নিশ্চিতে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়ন বাধ্যতামূলক

ঢাকা, ৩০ জুলাই ২০২৫:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় চলমান নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে প্রত্যয়ন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অংশ হিসেবে মে ২০২৫ মাসের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, “যে কোন নির্মাণকাজ যথাযথভাবে হয়েছে কিনা সে বিষয়ে সর্বশেষ ইউজার অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট থেকে প্রত্যয়ন নিতে হবে।” এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত প্রতিটি নির্মাণকাজের পরে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের লিখিত প্রত্যয়ন ছাড়া প্রকল্প চূড়ান্তভাবে গৃহীত হবে না।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল

এই পদক্ষেপের ফলে সরকারি অর্থে পরিচালিত নির্মাণকাজের মানোন্নয়ন ও সচ্ছতা আরও নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা বাড়বে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ভবন নির্মাণ, সংস্কার, শৌচাগার ও পানির ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন নির্মাণ প্রকল্প বর্তমানে এডিপির অধীনে চলমান রয়েছে। এসব প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেই মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।

গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

www.dpe.gov.bd

নম্বর - ৩৮.০১.০০০০.৭০০.০২৬.০০০১.২৫-৫৭৭/৫৯২

তারিখ: ১৫ শ্রাবণ ১৪৩২

৩০ জুলাই ২০২৫

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নির্মাণকাজ যথার্থতা বিষয়ে যাচাই ও প্রত্যয়ন গ্রহণ।

সূত্র: প্রাথমিক ওগণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের মে ২০২৫ মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার কার্যবিবরণী

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের মে ২০২৫ মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নির্মাণকাজ যথাযথভাবে হয়েছে কিনা সে বিষয়ে যাচাই ও প্রত্যয়ন গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয় "যে কোন নির্মাণকাজ যথাযথভাবে হয়েছে কিনা সে বিষয়ে সে বিষয়ে সর্বশেষ ইউজার অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট থেকে প্রত্যয়ন নিতে হবে।"

২। এমতাবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী যে কোন নির্মাণকাজ যথাযথভাবে হয়েছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট থেকে প্রত্যয়ন গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল

 পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.