হিসাব মহানিয়ন্ত্রকের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা: সিজিএ’র সতর্কবার্তা
হিসাব মহানিয়ন্ত্রকের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা: সিজিএ’র সতর্কবার্তা
ঢাকা, ২৭ আগস্ট ২০২৫:
হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মহোদয় ও সিজিএ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে প্রতারণার নতুন কৌশল অবলম্বন করছে অসাধু চক্র। তারা মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তার কাছে প্রলোভনমূলক বার্তা ও ফোন কল পাঠাচ্ছে। এমনকি সিজিএ মহোদয়ের এডিটেড ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
বুধবার (২৭ আগস্ট) এক অফিসিয়াল সার্কুলারের মাধ্যমে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় বিষয়টি নিশ্চিত করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সার্কুলারে বলা হয়, সিজিএ মহোদয় কোনো অনিয়মিত বা বেআইনি কাজের জন্য কখনো কাউকে ফোন কল দেন না। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, বিভিন্ন নম্বর থেকে কল ও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এতে নানা ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে প্রলোভন দেখানো হচ্ছে।
এ বিষয়ে সতর্ক করে সার্কুলারে আরো বলা হয়েছে— হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস (সিএএফও), ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ), ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস (ডিএএফও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার (ইউএও) অফিসে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রলোভনমূলক ফোনকল বা মেসেজে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সার্কুলারে বলা হয়, প্রতারকদের কোনো বার্তা বা ফোনকলের প্রতিক্রিয়ায় বিভ্রান্ত হলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
সার্কুলারে স্বাক্ষর করেন উপ-হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১) মানিক হোসেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
www.cga.gov.bd
নম্বর- ০৭.০৩.০০০০.০০১.৩২.১৩১ (খন্ড-১).২২.১০৩.
তারিখ: ১২ ভাদ্র ১৪৩২
২৭/০৮/২০২৫ খ্রি.
সার্কুলার
হিসাব মহানিয়ন্ত্রক মহোদয় ও হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নাম ব্যবহার করে মোবাইল ফোন ও হোয়াটস অ্যাপ (Whats App) এ বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে প্রলোভন দেখানো হচ্ছে। এই মর্মে ইতোপূর্বে সবাইকে এ বিষয়ে সতর্ক করে সার্কুলার জারি করা হয়েছিল। সম্প্রতি সিজিএ মহোদয়ের নাম ও এডিটেড ফটো ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে সরাসরি ও হোয়াটস অ্যাপ (Whats App) এ সিজিএ কার্যালয়ের বিভিন্ন অফিসারকে নানাবিধ অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে ফোন করে নানা প্রলোভন দেখানো হচ্ছে এবং নানা রকম কথা বার্তা বলা হচ্ছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, সিজিএ মহোদয় কখনও অনিয়মিত কাজের জন্য কোন কর্মকর্তা ও কর্মচারীকে কোন ধরনের ফোন কল করেন না। এবিষয়ে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস (সিএএফও), ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ), ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস (ডিএএফও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার (ইউএও) অফিসসমূহে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীগণকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে ও কোন প্রলোভনের ফাঁদে না পড়ার জন্য আদিষ্ট হয়ে নির্দেশনা প্রদান করা হলো।
স্বাক্ষরিত
(মানিক হোসেন)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১)
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়।
No comments
Your opinion here...