ad

বিদ্যালয় নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজাইন-প্রাক্কলন জমার নির্দেশ

Views



 বিদ্যালয় নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজাইন-প্রাক্কলন জমার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও ওয়াশব্লকের ডিজাইন জমা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন নতুন ভবন, অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের ডিজাইন, প্রাক্কলন ও সিডিউল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ সংক্রান্ত একটি অফিস আদেশ আজ (২৪ আগস্ট) জারি করা হয়েছে।

স্মারক নং: ৩৮.০১.০০০০,০০০,৭০০,১৪,০০৭৭.২৫-৩৫২ অনুসারে জানানো হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এবং চাহিদাভিত্তিক সরকারি উন্নয়ন প্রকল্প (জিপিএস)-এর আওতায় সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, শ্রেণিকক্ষ, সীমানা প্রাচীর ও ওয়াশব্লক নির্মাণকাজ চলমান রয়েছে।

সূত্রে জানা যায়, এলজিইডি (LGED) ও ডিপিএইচই (DPHE) কর্তৃক এসব বিদ্যালয়ের জন্য প্রণীত ডিজাইন, প্রাক্কলন ও সিডিউল সংশ্লিষ্ট বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশ আগে থেকেই দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত এসব নথি নির্মাণাধীন বিদ্যালয় বা শিক্ষা অফিসে পৌঁছায়নি।

এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি/ডিপিএইচই) কর্তৃক প্রতিটি বিদ্যালয়ের ডিজাইন, প্রাক্কলন ও সিডিউলের ২ (দুই) কপি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট নিশ্চিতভাবে জমা দিতে হবে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে বিদ্যালয়গুলোতে নির্মাণকাজের অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় নথি হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০,০০০,৭০০,১৪,০০৭৭.২৫-৩৫২

০৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ তারিখ: 

২৪ আগস্ট ২০২৫ খ্রীষ্টাব্দ

বিষয়: এলজিইডি ও ডিপিএইচই কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের ডিজাইন, প্রাক্কলন ও সিডিউলের ২ (দুই) কপি- জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট হস্তান্তর।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পত্র নং ৩৮.০১,০০০০,০০০,৭০০,১৪,০০৭৭.২৫-৫৯৮; তারিখ: ১০ আগস্ট ২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এবং চাহিদাভিত্তিক সরকারি উন্নয়ন প্রকল্প (জিপিএস)-এর আওতায় সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, শ্রেণিকক্ষ, সীমানা প্রাচীর ও ওয়াশব্লক নির্মাণ কাজ চলমান আছে। সূত্রোক্ত পত্র মোতাবেক এলজিইডি ও ডিপিএইচই কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের ডিজাইন, প্রাক্কলন ও সিডিউলের কপি সংশ্লিষ্ট বিদ্যালয় এবং উপজেলা শিক্ষা অফিসে প্রেরণের অনুরোধ করা হয়েছিলো। কিন্তু অদ্যাবধি তা নির্মাণাধীন সংশ্লিষ্ট বিদ্যালয় প্রতিষ্ঠান/দপ্তরে প্রেরণ করা হয়নি মর্মে জানা যায়।

২। এমতাবস্থায়, এলজিইডি এবং ডিপিএইচই কর্তৃক নির্মাণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের ডিজাইন, প্রাক্কলন ও সিডিউলের ২ (দুই) কপি আগামী ৩১ আগস্ট ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নিকট প্রেরণের জন্য তাঁর নিয়ন্ত্রনাধীন জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি/নির্বাহী প্রকৌশলী, ডিপিএইচই কর্তৃক নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

সংযুক্তি: বর্ণানানুগ (১) পাতা।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল।
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.