ad

চার বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ না করলে স্থায়ী হবে না প্রাথমিক শিক্ষকের চাকরি

Views

 


চার বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ না করলে স্থায়ী হবে না প্রাথমিক শিক্ষকের চাকরি
🫱যেসব শিক্ষকের পূর্বে ডিপিএড / সিইনএড প্রশিক্ষণ করা আছে তারা বাদে অন্যান্যদের বিটিপিটি প্রশিক্ষণ করতেই হবে। ‌
🫱অর্থাৎ বিএড প্রশিক্ষণ নেয়া থাকলেও তাকে বিটিপিটি প্রশিক্ষণ করতে হবে।

প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ বাধ্যতামূলক: চাকরি স্থায়ীকরণের জন্য ‘বিটিপিটি’ সম্পন্ন করতে হবে

📅 ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪ (১১ বৈশাখ ১৪৩১)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য চাকরিতে স্থায়ীকরণ পেতে হলে চাকরিতে যোগদানের চার বছরের মধ্যে "প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি)" সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপন নম্বর: ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০২৫.১৮.১৩০।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এর বিধি-৬(৪) এবং ৬(৫) অনুযায়ী, শিক্ষকরা চাকরিতে প্রবেশের সর্বোচ্চ চার বছরের মধ্যে বিটিপিটি প্রশিক্ষণ সম্পন্ন না করলে তাদের চাকরি স্থায়ী হবে না। এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করাকে স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে গণ্য করা হবে।

তবে যেসব শিক্ষক ইতোমধ্যে সি-ইন-এড (C-in-Ed)ডিপিএড (DPEd) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাদের ওপর এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ বিষয়ে আগে জারিকৃত সকল আদেশ, প্রজ্ঞাপন বা পরিপত্র বর্তমান প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই বাতিল বলে গণ্য হবে।

এই আদেশ জনস্বার্থে জারিকৃত এবং প্রজ্ঞাপন জারির তারিখ (২৪ এপ্রিল ২০২৪) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

📌 উল্লেখ্য, এই সিদ্ধান্তের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নতুন করে গুরুত্ব আরোপ করা হলো। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিই এই নির্দেশনার মূল লক্ষ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

📢 রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd

তারিখ: ১১ বৈশাখ ১৪৩১
২৪ এপ্রিল ২০২৪

নম্বর: ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০২৫.১৮.১৩০

প্রজ্ঞাপন
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এর বিধি-৬(৪) এবং ৬(৫) অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণকে চাকুরিতে প্রবেশের অন্যূন ০৪ (চার) বৎসরের মধ্যে "প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি)" সম্পন্ন করতে হবে। চাকরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে তাদেরকে এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। তবে ইতোমধ্যে যারা সি-ইন-এড ও ডিপিএড প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
২. এ বিষয়ে ইতঃপূর্বে জারিকৃত সকল আদেশ/প্রজ্ঞাপন/পরিপত্র এ আদেশ জারির তারিখ হতে বাতিল বলে গণ্য হবে।
৩. জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোহাম্মদ কবির উদ্দীন উপসচিব



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.