ad

স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ পেলেন প্রাথমিক শিক্ষকরা

Views


স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ পেলেন প্রাথমিক শিক্ষকরা

📰 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইন বদলির সময়সূচি প্রকাশ

📅 তারিখ: ১৭ জুলাই ২০২৫
📍 স্থান: ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি সংক্রান্ত অনলাইন কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, এবারের বদলি কার্যক্রমে আন্ত:উপজেলা, আন্ত:জেলা এবং আন্ত:বিভাগ বদলির আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে।

এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদার।

🔻 বদলি আবেদন ও যাচাইয়ের সময়সূচি নিম্নরূপ:
২০ জুলাই - ২৯ জুলাই: আবেদনকারী সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন।
৩০ জুলাই - ৩১ জুলাই: প্রধান শিক্ষক কর্তৃক আবেদন যাচাই।
১ আগস্ট - ৫ আগস্ট: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই।
৬ আগস্ট - ১০ আগস্ট: উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক অগ্রায়ন।
১১ আগস্ট - ১৫ আগস্ট: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন।
১৬ আগস্ট - ২০ আগস্ট: বিভাগীয় উপপরিচালক কর্তৃক যাচাই ও অগ্রায়ন।
২১ আগস্ট - ২৫ আগস্ট: সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন।
২৬ আগস্ট - ৩১ আগস্ট: মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক চূড়ান্ত অনুমোদন।

🔸 বদলির গুরুত্বপূর্ণ শর্তাবলি:
১. আবেদনকারীগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দক্রমে উল্লেখ করতে পারবেন। তবে একাধিক পছন্দ না থাকলে ১টি বিদ্যালয়ও উল্লেখ করা যাবে।
২. বদলির আদেশ জারির পর তা বাতিলযোগ্য নয়।
৩. সকল যাচাই ও অগ্রায়ন "সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩" অনুযায়ী সম্পন্ন করতে হবে।
৪. সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিদ্যালয়সমূহ এ বদলি কার্যক্রমের আওতার বাইরে থাকবে।

এ উদ্যোগের ফলে শিক্ষকগণ তাদের পারিবারিক পরিস্থিতির আলোকে স্থানান্তরের সুযোগ পাবেন, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd

নম্বর- ৩৮,০০,০০০০,০০৮,১৯,০১৪,২০-৩২৯

০২ শ্রাবণ ১৪৩২ তারিখ: ১৭ জুলাই ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানায় আন্ত: উপজেলা/থানা (একই জেলার অভ্যন্তরে), আন্ত: জেলা (একই বিভাগের অভ্যন্তরে) এবং আন্ত: বিভাগ অনলাইন বদলির সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে। সুত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং: ৩৮,০১,০০০০,১৪৫,১৯,০১৪.২৫-১৩৬, তারিখ-১৪,০৭.২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি ও শর্তসমূহ প্রতিপালনপূর্বক যে সকল সহকারী শিক্ষক স্বামী। স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে অনলাইন বদলি কার্যক্রম চালুর অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।

০২। সময়সূচি: (ক) ২০/০৭/২০২৫ হতে ২৯/০৭/২০২৫ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন: (খ) ৩০/০৭/২০২৫ হতে ৩১/০৭/২০২৫ তারিখ পর্যন্ত প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই (গ) ০১/০৮/২০২৫ হতে ০৫/০৮/২০২৫ তারিখ পর্যন্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও (ঘ) ০৬/০৮/২০২৫ হতে ১০/০৮/২০২৫ তারিখ পর্যন্ত উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন (ঙ) ১১/০৮/২০২৫ হতে ১৫/০৮/২০২৫ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ; (চ) ১৬/০৮/২০২৫ হতে ২০/০৮/২০২৫ তারিক পর্যন্ত বিভাগীয় উপপরিচালক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ; (ঘ) ২১/০৮/২০২৫ তারিখ হতে ২৫/০৮/২০২৫ তারিখ সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন; (জ) ২৬/০৮/২০২৫ হতে ৩১/০৮/২০২৫ তারিখ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ।

০৩। শর্তসমূহ: ক) শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে ০১ (এক)টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না; খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ১০ অক্টোবর ২০২৩ তারিখে জারিকৃত সর্বশেষ "সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩" অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন গ) করবেন; যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তীতে তা পুন: বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না; ঘ) সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়সমূহ বর্ণিত বদলি কার্যক্রমের আওতাবহির্ভূত থাকবে।

স্বাক্ষরিত

ডা. ফাহিম ইকবাল জাগীরদার
উপসচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.