ad

আসন্ন নির্বাচনে ব্যবহারযোগ্য বিদ্যালয়গুলোর মেরামতে নির্দেশনা দিলো ডিপিই

Views



আসন্ন নির্বাচনে ব্যবহারযোগ্য বিদ্যালয়গুলোর মেরামতে নির্দেশনা দিলো ডিপিই

👉আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারে নির্দেশনা: ১০ আগস্টের মধ্যে চাহিদা পাঠাতে হবে

📍 ঢাকা, ২৯ জুলাই ২০২৫:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কারের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্তৃপক্ষকে চাহিদা প্রেরণের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অফিস আদেশে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পূর্ববর্তী দুটি স্মারকের আলোকে জেলাভিত্তিক মেরামতের চাহিদা গ্রহণ করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের পরিচালন খাত থেকে এই কাজের অর্থ বরাদ্দ দেওয়া হবে।

চাহিদা প্রেরণের জন্য সংশ্লিষ্ট জেলার সকল উপজেলা/থানা শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা ছক অনুযায়ী একত্র করার নির্দেশ দেওয়া হয়েছে। ছকে নির্ধারিত তথ্যের মধ্যে থাকবে—

  1. ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত বিদ্যালয়ের নাম,

  2. এমআইএস কোড (১১ ডিজিট),

  3. ইউনিয়নের নাম,

  4. মেরামতের ধরন (অধিক/মধ্যম/স্বল্প/সাধারণ),

  5. প্রাক্কলিত ব্যয়,

  6. প্রয়োজনীয় মন্তব্য।

এছাড়া, ছকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), এবং উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর ও সীলসহ হার্ডকপি (মূলকপি) এবং PDF কপি আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে প্রেরণের অনুরোধ করা হয়েছে।

📧 সফট কপি পাঠানোর ঠিকানা:

  1. dirplandpe@gmail.com

  2. adplandpe@gmail.com

অফিস আদেশে আরো বলা হয়েছে, যে সকল বিদ্যালয়ে এই মুহূর্তে কোনো মেরামত বা সংস্কারের প্রয়োজন নেই, তাদের চাহিদা পাঠানো হবে না।

একইসাথে, সংশ্লিষ্ট তথ্য Unicode NikoshBAN ফন্টে Excel worksheet-এ সংকলন করে সময়মতো প্রেরণ করতে হবে।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, বিষয়টি অতীব জরুরি এবং এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।

📌 সংযুক্তি: নির্ধারিত ছকসহ ১ পৃষ্ঠা।

👉🏻 উল্লেখযোগ্য:
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী কাজে ব্যবহৃত বিদ্যালয়গুলোর অবকাঠামোগত দুর্বলতা দূর করে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

তারিখ: ১৪ শ্রাবণ ১৪৩২

২৯ জুলাই ২০২৫

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৭০০.৯৯.০২৪.২৪.৫৬০/৬৪/১৫৫৩

বিষয়: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত/সংস্কারের লক্ষ্যে চাহিদা প্রেরণ। সূত্র: (১) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর-৩৮.০০.০০০০.০০২.৯৯.০০০২.১৯.৫৮০, তারিখ: ২৩ এপ্রিল ২০২৫। (২) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর-৩৮.০১.০০০০.৭০০.৯৯.০২৪.২৪-৩৮৪, তারিখ: ২০ মে ২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রদ্বয়ের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত/সংস্কারের লক্ষ্যে তাঁর জেলার চাহিদা পাওয়া গেছে। উল্লেখ্য, উক্ত কার্যক্রমের আর্থিক বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেটের আওতায় প্রদান করা হবে বিধায় তাঁর জেলার প্রেরিত চাহিদা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্র নম্বর ৩৮.০০৬.০২০.০৭.০০.০৪৫.২০০৯-১৩৮, তারিখ: ২০ মে ২০১৩ এর ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালার ক্রমিক নম্বর ১(২), ১(৩), ১(৪), ১(৭), ১(৮) অনুসরণপূর্বক নিম্নোক্ত ছকে তাঁর জেলাধীন সকল উপজেলা/থানা শিক্ষা অফিস হতে সংগ্রহপূর্বক একত্র করে আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে হার্ডকপি (মূলকপি) এবং PDF কপি (dirplandpe@gmail.com, adplandpe@gmail.com ঠিকানায়) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। যে সব ভোটকেন্দ্রে (বিদ্যালয়ে) এ মুহুর্তে মেরামত/সংস্কারের প্রয়োজন নাই সে সব বিদ্যালয়ের চাহিদা প্রেরণ না করার জন্য অনুরোধ করা হলো।

ক্রমিক নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত বিদ্যালয়ের নাম এমআইএস কোড (১১ ডিজিট) ইউনিয়নের নাম মেরামতের ধরন-অধিক/মধ্যম/স্বল্প/সাধারণ সংস্কার প্রাক্কলনের টাকার পরিমাণ মন্তব্য

স্বাক্ষর ও সীল

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

স্বাক্ষর ও সীল

উপজেলা প্রকৌশলী, এলজিইডি

স্বাক্ষর ও সীল

উপজেলা নির্বাহী অফিস

২। বর্ণিতাবস্থায়, উপরোল্লিখিত তথ্যের ডাটাবেইস প্রণয়নের লক্ষ্যে সংযুক্ত ছক মোতাবেক Excel worksheet- এ Unicode NikoshBAN ফন্টে সংকলিত করে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর সফট কপি (dirplandpe@gmail.com, adplandpe@gmail.com ঠিকানায়) আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অধিদপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

৩। বিষয়টি অতীব জরুরী। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।

সংযুক্তি: বর্ণনানুগ (০১ পৃষ্ঠা)।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.