আসন্ন নির্বাচনে ব্যবহারযোগ্য বিদ্যালয়গুলোর মেরামতে নির্দেশনা দিলো ডিপিই
আসন্ন নির্বাচনে ব্যবহারযোগ্য বিদ্যালয়গুলোর মেরামতে নির্দেশনা দিলো ডিপিই
👉আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারে নির্দেশনা: ১০ আগস্টের মধ্যে চাহিদা পাঠাতে হবে
📍 ঢাকা, ২৯ জুলাই ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কারের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্তৃপক্ষকে চাহিদা প্রেরণের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অফিস আদেশে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পূর্ববর্তী দুটি স্মারকের আলোকে জেলাভিত্তিক মেরামতের চাহিদা গ্রহণ করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের পরিচালন খাত থেকে এই কাজের অর্থ বরাদ্দ দেওয়া হবে।
চাহিদা প্রেরণের জন্য সংশ্লিষ্ট জেলার সকল উপজেলা/থানা শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা ছক অনুযায়ী একত্র করার নির্দেশ দেওয়া হয়েছে। ছকে নির্ধারিত তথ্যের মধ্যে থাকবে—
-
ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত বিদ্যালয়ের নাম,
এমআইএস কোড (১১ ডিজিট),
-
ইউনিয়নের নাম,
-
মেরামতের ধরন (অধিক/মধ্যম/স্বল্প/সাধারণ),
-
প্রাক্কলিত ব্যয়,
-
প্রয়োজনীয় মন্তব্য।
এছাড়া, ছকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), এবং উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর ও সীলসহ হার্ডকপি (মূলকপি) এবং PDF কপি আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে প্রেরণের অনুরোধ করা হয়েছে।
📧 সফট কপি পাঠানোর ঠিকানা:
অফিস আদেশে আরো বলা হয়েছে, যে সকল বিদ্যালয়ে এই মুহূর্তে কোনো মেরামত বা সংস্কারের প্রয়োজন নেই, তাদের চাহিদা পাঠানো হবে না।
একইসাথে, সংশ্লিষ্ট তথ্য Unicode NikoshBAN ফন্টে Excel worksheet-এ সংকলন করে সময়মতো প্রেরণ করতে হবে।
এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, বিষয়টি অতীব জরুরি এবং এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।
📌 সংযুক্তি: নির্ধারিত ছকসহ ১ পৃষ্ঠা।
👉🏻 উল্লেখযোগ্য:
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী কাজে ব্যবহৃত বিদ্যালয়গুলোর অবকাঠামোগত দুর্বলতা দূর করে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
তারিখ: ১৪ শ্রাবণ ১৪৩২
২৯ জুলাই ২০২৫
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৭০০.৯৯.০২৪.২৪.৫৬০/৬৪/১৫৫৩
বিষয়: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত/সংস্কারের লক্ষ্যে চাহিদা প্রেরণ। সূত্র: (১) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর-৩৮.০০.০০০০.০০২.৯৯.০০০২.১৯.৫৮০, তারিখ: ২৩ এপ্রিল ২০২৫। (২) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর-৩৮.০১.০০০০.৭০০.৯৯.০২৪.২৪-৩৮৪, তারিখ: ২০ মে ২০২৫।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রদ্বয়ের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত/সংস্কারের লক্ষ্যে তাঁর জেলার চাহিদা পাওয়া গেছে। উল্লেখ্য, উক্ত কার্যক্রমের আর্থিক বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেটের আওতায় প্রদান করা হবে বিধায় তাঁর জেলার প্রেরিত চাহিদা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্র নম্বর ৩৮.০০৬.০২০.০৭.০০.০৪৫.২০০৯-১৩৮, তারিখ: ২০ মে ২০১৩ এর ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালার ক্রমিক নম্বর ১(২), ১(৩), ১(৪), ১(৭), ১(৮) অনুসরণপূর্বক নিম্নোক্ত ছকে তাঁর জেলাধীন সকল উপজেলা/থানা শিক্ষা অফিস হতে সংগ্রহপূর্বক একত্র করে আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে হার্ডকপি (মূলকপি) এবং PDF কপি (dirplandpe@gmail.com, adplandpe@gmail.com ঠিকানায়) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। যে সব ভোটকেন্দ্রে (বিদ্যালয়ে) এ মুহুর্তে মেরামত/সংস্কারের প্রয়োজন নাই সে সব বিদ্যালয়ের চাহিদা প্রেরণ না করার জন্য অনুরোধ করা হলো।
ক্রমিক নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত বিদ্যালয়ের নাম এমআইএস কোড (১১ ডিজিট) ইউনিয়নের নাম মেরামতের ধরন-অধিক/মধ্যম/স্বল্প/সাধারণ সংস্কার প্রাক্কলনের টাকার পরিমাণ মন্তব্য
স্বাক্ষর ও সীল
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
স্বাক্ষর ও সীল
উপজেলা প্রকৌশলী, এলজিইডি
স্বাক্ষর ও সীল
উপজেলা নির্বাহী অফিস
২। বর্ণিতাবস্থায়, উপরোল্লিখিত তথ্যের ডাটাবেইস প্রণয়নের লক্ষ্যে সংযুক্ত ছক মোতাবেক Excel worksheet- এ Unicode NikoshBAN ফন্টে সংকলিত করে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর সফট কপি (dirplandpe@gmail.com, adplandpe@gmail.com ঠিকানায়) আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অধিদপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
৩। বিষয়টি অতীব জরুরী। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।
সংযুক্তি: বর্ণনানুগ (০১ পৃষ্ঠা)।
স্বাক্ষরিত
মিরাজুল ইসলাম উকিল, এনডিসি
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...