ad

বৃত্তি পরীক্ষা ২০২৫: পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি ও যাচাইয়ের সময়সূচি প্রকাশ

Views



বৃত্তি পরীক্ষা ২০২৫: পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি ও যাচাইয়ের সময়সূচি প্রকাশ 


📢 সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫: পরীক্ষার্থীর তথ্য IPEMIS-এ এন্ট্রি ও অনুমোদনের সময়সূচি প্রকাশ

সংবাদ প্রতিবেদনঃ
ঢাকা, ৩১ জুলাই ২০২৫:
সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি, যাচাই ও অনুমোদনের সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, IPEMIS সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার্থীদের তথ্য (ডেটা রেকর্ড বা DR), ছবি এবং স্বাক্ষর আপলোডসহ যথাযথভাবে এন্ট্রি ও যাচাই করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমোদন সম্পন্ন করতে হবে।

সময়সূচি অনুযায়ী কার্যক্রমের বিবরণঃ

১️⃣ বিদ্যালয় পর্যায়ে তথ্য এন্ট্রি ও প্রেরণ (ছবি ও স্বাক্ষরসহ):
📅 সময়সীমা: ০৪ থেকে ১৪ আগস্ট ২০২৫
👨‍🏫 দায়িত্বপ্রাপ্ত: সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক
🖥️ কাজঃ IPEMIS-এ সঠিকভাবে পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি করে, যাচাই শেষে এটি এইউপিইও/এটিপিইও-এর আইডিতে প্রেরণ করতে হবে।

২️⃣ এইউপিইও/এটিপিইও পর্যায়ে যাচাই ও সংশোধন:
📅 সময়সীমা: ০৪ থেকে ২০ আগস্ট ২০২৫
👥 দায়িত্বপ্রাপ্ত: সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
📝 কাজঃ বিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য ফেরত প্রদান এবং সংশোধিত তথ্য অনুমোদনের জন্য ইউপিইও/টিপিইও-এর আইডিতে পাঠানো।

3️⃣ ইউপিইও/টিপিইও পর্যায়ে চূড়ান্ত যাচাই ও অনুমোদন:
📅 সময়সীমা: ০৪ থেকে ২৬ আগস্ট ২০২৫
👤 দায়িত্বপ্রাপ্ত: উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
✅ কাজঃ তথ্য যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং চূড়ান্ত অনুমোদন প্রদান।

অতিরিক্ত নির্দেশনাঃ

👉 নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি, যাচাই এবং অনুমোদন করতে হবে IPEMIS সফটওয়্যার থেকেই।
👉 সফটওয়্যারে এ সংক্রান্ত নির্দেশিকা পাওয়া যাবে, যা অনুসরণ করে কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপসংহারঃ

বৃত্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে সুষ্ঠুভাবে তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে সময়মতো কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 মিরপুর-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-১৫৫৩/৫১৬

তারিখ: ৩১ জুলাই ২০২৫ 

১৬ শ্রাবন ১৪৩২

বিষয়: "সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫" এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রি, যাচাই এবং অনুমোদন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তাঁর উপজেলা/থানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় হতে "সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫" এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রিকরণ (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ এবং অনুমোদনের কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি মোতাবেক সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো:

১ বিদ্যালয় হতে অনলাইনে IPEMIS-সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্নকরণ এবং সঠিকতা যাচাইপূর্বক এইউপিইও/এটিপিইও এর আইডিতে প্রেরণ।

সময়সীমাঃ ০৪---১৪ আগষ্ট ২০২৫

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক

২. এন্ট্রিকৃত পরীক্ষার্থীর তথ্য (ডিআর) যাচাইকরণ, প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান এবং বিদ্যালয় কর্তৃক পরিমার্জনকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক অনুমোদনের জন্য ইউপিইও/টিপিইওগণের আইডিতে প্রেরণ।

সময়সীমাঃ ০৪-২০ আগষ্ট ২০২৫

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ এইউপিইও/এটিপিইও

৩.  এইউপিইও/এটিপিইও কর্তৃক প্রেরিত পরীক্ষার্থীর তথ্য (ডিআর) সঠিকতা যাচাইপূর্বক অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান ও বিদ্যালয় কর্তৃক পরিমার্জনকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক অনুমোদন।

সময়সীমাঃ ০৪-২৬ আগষ্ট ২০২৫

দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ ইউপিইও/টিপিইও

০২। পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি, যাচাই এবং অনুমোদন সংক্রান্ত নির্দেশিকাটি IPEMIS সফটওয়্যার থেকে ডাউনলোড করে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

০৩। এমতাবস্থায়, IPEMIS সফটওয়্যারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাই এবং অনুমোদন কার্যক্রম উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

'মোহাম্মদ নজরুল ইসলাম

 সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.