২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ প্রদান সংক্রান্ত প্রাগম এর পত্র।
Views
২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ প্রদান সংক্রান্ত প্রাগম এর পত্র।
👉বিদ্যালয় তি বরাদ্দ ৫০০০ টাকা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর, ঢাকা
www.dpe.gov.bd
স্মারক নংঃ ৩৮.০১.০০০০.৩৪৬.২০.০০৯.১৬-৫০
তারিখঃ ০৫ চৈত্র ১৪৩১
১৯ মার্চ ২০২৫
বিষয়ঃ প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয়/শ্রেণিকক্ষ সজ্জিতকরণের নির্দেশনা।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং প্রাথমিক শিক্ষাচক্র সমাপনের মাধ্যমে গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। এজন্য বিদ্যালয়ে গমনের প্রস্তুতি এবং শিশুদের ঝরে পড়া রোধে "প্রাক-প্রাথমিক শিক্ষা" পরিচালনা একটি অগ্রাধিকারপূর্ণ কার্যক্রম। সুষ্ঠুভাবে প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য শিখন-শেখানো সামগ্রী সরবরাহ এবং শিক্ষক/ কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক (৪+বয়সি) শ্রেণির পাঠদান আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে শিখন-শেখানো সামগ্রী (Furnishing PPE Classroom for 4+ children withen the purview of piloting as per program document) তৈরি/ক্রয় এবং শ্রেণিকক্ষ সজ্জিতকরণের জন্য নির্বাচিত ১৯৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে ২০২৪-২০২৫ অর্থবছরে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা বরাদ্দ ইতোমধ্যে অর্থ বিভাগ হতে সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।
ক. ছাড়কৃত অর্থের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রী ক্রয়/তৈরি/শ্রেণিকক্ষ সজ্জিতকরণের ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ে কমিটি গঠনপূর্বক সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। কমিটি নিম্নরূপঃ
১। আহ্বায়ক:
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ------১ জন
২। সদস্যবৃন্দ:
শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি ------- ১ জন
প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক (প্রাক-প্রাথমিক শিক্ষককে -------১ জন
অগ্রাধিকার দিতে হবে) (জাতীয়করণকৃত বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকলে
যিনি প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদান করেন তিনি সদস্য হবেন।)
৩। সদস্য সচিব:--------প্রধান শিক্ষক ১ জন
খ. উপজেলা/থানার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনুযায়ী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অর্থ ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার ছাড়কৃত অর্থ বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দ প্রদান করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ধারিত কমিটির মাধ্যমে শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয়পূর্বক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ কার্যক্রম সম্পন্ন করবেন।
গ. এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম কমিটির সভায় আলোচনা ও সভার লিখিত রেজুলেশন তৈরি করে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বিল/ভাউচার দাখিল করবেন। উপজেলা/থানা শিক্ষা অফিসার হিসাব রক্ষণ অফিসে বিল দাখিল করে অর্থ উত্তোলন করবেন এবং দ্রুততার সাথে যৌথ ব্যাংক হিসাবে তা স্থানান্তর করবেন। এক্ষেত্রে a কোনো অবস্থাতেই বেয়ারার বা ওপেন চেক ইস্যু করা যাবে না। অর্থ স্থানান্তর সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্টের কপিসহ একটি প্রত্যয়নপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাক-প্রাথমিক সেলে ই-মেইল dpepreprimary@gmail.com এবং ডাকযোগে প্রেরণ করবেন।
ঘ. সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয়পূর্বক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ করা হয়েছে কিনা তা সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করবেন।
ঙ. উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয় পূর্বক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ সম্পর্কিত এ নির্দেশনা প্রাপ্তির অনধিক ৭ (সাত) দিনের মধ্যে ফটোকপি করে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট প্রেরণ নিশ্চিত করবেন।
২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের "শ্রেণিকক্ষ সজ্জিতকরণ" বিষয়ের ম্যানুয়াল অনুসরণ করতে হবে।
৪। কোনো অবস্থাতেই এ অর্থ দিয়ে অন্য শ্রেণির বা বিদ্যালয়ের অন্য কোন সামগ্রী/উপকরণ ক্রয়/তৈরি করা যাবে না।
৫। কোনো প্রকার আর্থিক অনিয়মের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
৬। যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক (৪+বয়সি) বিশেষায়িত শিক্ষা কার্যক্রম শ্রেণি চালু হয়নি সে সকল
বিদ্যালয়ে অর্থ ছাড় করা যাবে না।
৭। বরাদ্দকৃত অর্থ ৩০ মে ২০২৫ তারিখের মধ্যে ব্যয় নিশ্চিত করতে হবে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও সংগ্রহ
বিভাগ থেকে এ বিষয়ে আর্থিক নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। প্রতিবেদন প্রেরণ ১৫ জুন ২০২৫ এর মধ্যে।
৮। প্রাথমিক শিক্ষার কর্মকর্তাগণ বিদ্যালয় পরিদর্শনকালে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য শিখন-শেখানো সামগ্রীগুলো নির্দেশনা
মোতাবেক তৈরি/ ক্রয় করে শ্রেণিকক্ষ সজ্জিতকরণ করা হচ্ছে কিনা তা পরবর্তীতে যাচাই বাছাই করবেন।
৯। প্রাক-প্রাথমিকের জন্য বরাদ্দকৃত অর্থ স্লিপ পরিকল্পনায় অর্ন্তভুক্ত করতে হবে।
১০। বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
মোহাম্মদ কামরুল হাসান এনডিসি পরিচালক
(পলিসি এন্ড অপারেশন)
No comments
Your opinion here...