২০২৪-২৫ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মেরামত-সংস্কার বাবদ বরাদ্দ ও মঞ্জুরী প্রদান।
২০২৪-২৫ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মেরামত-সংস্কার বাবদ বরাদ্দ ও মঞ্জুরী প্রদান।(২০/০৪/২০২৫)
স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৮০.২০২০-১৪৩১
তারিখ। ০৭ বৈশাখ ১৪৩২
২০ এপ্রিল ২০২৫
বিষয়: ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় কোড ১২৪০২০৯০০০০০ সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে '৩২৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা' খাতে বরাদ্দকৃত অর্থ হতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয়সমূহ ও ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের মেরামত-সংস্কার বাবদ ৩৯,৯৭,৫৫,২২৯/- টাকা বরাদ্দ ও মঞ্জুরী প্রদান সূত্রঃ ১) প্রাগম এর স্মারক নং ৩৮.০০.০০০০.০০৬.০২.০০২.২৩.০৯১, তারিখঃ ২৪ মার্চ ২০২৫খ্রিঃ ২) অর্থ বিভাগের স্মারক নং ০৭.১০১.০২০.০৩.২৪.০০২.২০১৭-৫৬৮, তারিখঃ ২০ মার্চ ২০২৫। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩২৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত ৪০,০০,০০,০০০/- (চল্লিশ কোটি) টাকা হতে সংযুক্ত তালিকা অনুসারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৯৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ ২৮,৯৩,৫৫,২২৯/- (আটাশ কোটি তিরানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত উনত্রিশ) টাকা ও ২০২৪-২৫ অর্থবছরে ৭৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত-সংস্কার বাবদ ১১,০৪,০০,০০০/- (এগার কোটি চার লক্ষ) টাকাসহ সর্বমোট ৩৯,৯৭,৫৫,২২৯/-(উনচল্লিশ কোটি সাতানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত উনত্রিশ) টাকা নিম্নবর্ণিত শর্তে ব্যয়ের নিমিত্ত বরাদ্দ ও মঞ্জুরী তাঁর নিয়ন্ত্রণাধীনে প্রদান করা হলো এবং সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে (উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার) উক্ত অর্থ উত্তোলন ও ব্যয়ের ক্ষমতা প্রদান করা হলো।
শর্তসমূহঃ
ক) এ অর্থ ব্যয়ে সরকারের সকল আর্থিক বিধি-বিধান ও অনুশাসনাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে;
খ) মন্ত্রণালয়ের ২০/০৫/২০১৩ তারিখের ৩৮.০০৬.০২০.০৭.০০,০৪৫.২০০৯-১৩৮ নং স্মারক এবং ২২ মে ২০১৯ তারিখের ৩৮.০০.০০০০.০০৬.২০.০৪৫.১৯,২৩৩ নং স্মারকে জারীকৃত নীতিমালার আলোকে এবং বিভাজন অনুসরণ ব্যতীত অর্থ ব্যয় করা যাবে না;
গ) এই ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩২৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত ৪০,০০,০০,০০০/- (চল্লিশ কোটি) টাকা হতে মিটানো হবে;
ঘ) ভ্যাট পরিশোধের প্রমাণক সংরক্ষণ করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর দায়-দায়িত্ব বর্তাবে;
ঙ) আগামী ৩০.০৬.২০২৫ তারিখের মধ্যে মেরামত ও সংস্কারের কাজ সমাপ্ত করতে হবে;
চ) নীতিমালার ১১(ট) শর্তের আলোকে ২০২৫ এর মধ্যে অর্থ বরাদ্দ, অর্থ ব্যয়, অব্যয়িত অর্থ উল্লেখপূর্বক ব্যয়িত অর্থের হিসাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ নিশ্চিত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর দায়-দায়িত্ব বর্তাবে;
ছ) সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ২০.০৫.২০১৩ তারিখের নীতিমালার ১(৭) শর্ত প্রযোজ্য হবে;
জ) নিবিড় তদারকীর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সমাপ্ত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও কমিটির (এসএমসি) উপর দায়-দায়িত্ব বর্তাবে;
ঝ) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার; উপজেলা নির্বাহী কর্মকর্তা; উপজেলা প্রকৌশলী, এলজিইডি কার্যক্রম তদারকী করবেন;
ঞ) অডিটের প্রয়োজনে সকল বিল-ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে;
চ) অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জামা দিতে হবে।
২) এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
মোঃ নুরুল ইসলাম
উপপরিচালক (অর্থ-রাজস্ব)
সম্পুর্ণ পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...