ad

পিইডিপি-৪ এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের_জন্য বরাদ্দ প্রাপ্ত বিদ্যালয়ের নামের তালিকা।

Views


 

পিইডিপি-৪ এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের_জন্য বরাদ্দ প্রাপ্ত বিদ্যালয়ের নামের তালিকা। (২৩/০৪/২০২৫)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০.১১৮.০১৪.০৩.১৯-২৯৭/৪৩ তারিখ: ১০ বৈশাখ ১৪৩২ ২৩ এপ্রিল ২০২৫

বিষয়: পিইডিপিও এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের জন্য বরাদ্দকৃত অর্থে রুটিন মেইনটেন্যান্স কার্যক্রম সম্পাদন। সুত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগের পত্র নং ৩৮.০১.০০০০.৫০০,২০.০১১.২০-৯৯০, তারিখ: ২৩ মার্চ ২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে Routine Maintenance of Wash Block শীর্ষক একটি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। উল্লিখিত কার্যক্রমের অধীনে ৩,৪৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান অর্থবছরে ৬,৪২৬টি Wash Block-এ Routine Maintenance কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সূত্রোক্ত স্মারকে ০১টি ওয়াশব্লকের জন্য ১০,০০০/- (দশ হাজার) ও ২টি ওয়াশব্লকের জন্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা করে মোট ৬,৪২,৬০,০০০.০০ (ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা সংশ্লিষ্ট উপজেলা/ থানা শিক্ষা কর্মকর্তা বরাবর ছাড় করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত ওয়াশব্লকের রুটিন মেইনটেন্যান্স কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:

শর্তাবলী: ১. উল্লিখিত রুটিন মেইনটেন্যান্সের কাজ এসএমসির মাধ্যমে সম্পাদন করতে হবে এবং এর প্রাক্কলন প্রস্তাব এসএমসির মাধ্যমে অনুমোদিত হতে হবে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি-কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। ২. বিদ্যালয়ে পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামো পরিচালনা ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সহায়িকা অনুযায়ী উল্লিখিত ওয়াশব্লকের রুটিন মেইনটেন্যান্স কার্য সম্পাদন করতে হবে। ৩. বরাদ্দকৃত অর্থে বিদ্যালয়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে রুটিন মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করা যাবে: (ক) ওয়াশব্লকের টয়লেটের দরজা ও জানালার ফিটিংস, কাঁচ, হাতল, লক, হক ইত্যাদি মেরামত;

(খ) নির্মিত ড্রেনসহ ওয়াশব্লক ও আঙ্গিনা পরিষ্কারকরণ; (গ) লাইটের সুইচ, সকেট মেরামত ও পুনঃস্থাপন; (ঘ) বৃষ্টির পানি নির্গমন পাইপ মেরামত/ পুনঃস্থাপন; (ঙ) ওয়াশব্লকের ভবনকে ক্ষতিগ্রস্ত করে এরকম গাছ অপসারণ; (চ) পানির কল মেরামত/ পুনঃস্থাপন; (ছ) পানি সরবরাহ লাইন মেরামত/ পরিষ্কারকরণ; (জ) পানির পাম্প/ মটর ইত্যাদি ছোট-খাট মেরামত; (ঝ) সেপটিক ট্যাংক মেরামত ও পরিষ্কারকরণ; (ঞ) কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যাপ্ত পরিমানে হারপিক, সাবানসহ অন্যান্য দ্রব্যাদি (স্যান্ডলন, ডেটল, ফিনাইল ইত্যাদি) ক্রয়; (ট) ব্রাশ, বালতি, বদনা, ঝাড়ু ইত্যাদি ক্রয়; (ঠ) Menstrual Hygiene সম্পর্কিত ব্যবস্থা গ্রহণ; (ড) চাহিদা অনুযায়ী দৈনন্দিন (রুটিন) ছোট-খাট মেরামত। ৪. নিরীক্ষা (অডিট) এর জন্য বিল/ ভাউচার ও প্রাক্কলন এর কপি উপজেলা শিক্ষা অফিসে সংরক্ষণ করতে হবে। ৫. অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগের জিও নং ৩৮.০১.০০০০.৫০০.২০.০১১.২০-৯৯০, তারিখ: ২৩ মার্চ ২০২৫ এর নির্দেশনা এবং ভ্যাট কর্তনসহ সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। ৬. সংশ্লিষ্ট পত্রের কপি সকল প্রধান শিক্ষককে আবশ্যিকভাবে বিতরণ করতে হবে। এক্ষেত্রে কোন ধরণের অবহেলা গ্রহণযোগ্য হবে না। ৭. বর্তমান অর্থবছরে কোন বিদ্যালয়ের ওয়াশব্লকে মেজর মেরামতের বরাদ্দ প্রাপ্ত হলে যে কোন একটি খাতের বরাদ্দ ব্যয় করা যাবে।

৮. তার উপজেলায় বরাদ্দপ্রাপ্ত ওয়াশব্লকের রুটিন মেইনটেন্যান্স কাজের অগ্রগতি বিষয়ে ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে নিম্নোক্ত ছকে প্রতিবেদন ই-মেইলে (adplandpe@gmail.com) প্রেরণ করতে হবে।





List Pdf Download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.