স্যোসাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ।
স্যোসাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ।(১০.০৪.২৫)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৫.০০৭.২০২২-৭২৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের "স্যোসাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন” শিরোনামের কমিটি নিম্নলিখিত কর্মকর্তাদের সমন্বয়ে পুনর্গঠন করা হলো। গঠিত কমিটি নিম্নরূপঃ
কমিটির কার্যপরিধি নিম্নরূপঃ ক) "স্যোসাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন" শিরোনামে কমিটির কার্যক্রম পরিচালিত হবে। খ) কমিটি উপজেলা/জেলা/বিভাগীয় পর্যায় থেকে প্রাপ্ত প্রতিবেদন এবং এ বিষয়ে উল্লেখযোগ্য (যদি থাকে) কোন তথ্য চিহ্নিত করে প্রতি ০২ মাসে কমপক্ষে ১ বার সভা করবে এবং উপজেলা/জেলা/বিভাগীয় কমিটির সাথে যোগাযোগ অব্যাহত রাখবে। গ) উক্ত কমিটি প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের স্যোসাল মিডিয়া সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করে প্রতিবেদন/তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কমিটিতে প্রয়োজন অনুসারে উপস্থাপন করবে। ঘ) কমিটির কার্যক্রম পরিচালনার জন্য উক্ত কমিটির সদস্য সচিব একটি WatsApp গ্রুপ খুলবেন। সেই গ্রুপে উল্লিখিত কমিটির সকল সদস্য এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল কমিটির সকল সদস্যগণকে Add করবেন। অতিরিক্ত মহাপরিচালক উক্ত গ্রুপে Upload কৃত তথ্যাদি মনিটরিং করবেন।
২। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম
সহাকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
No comments
Your opinion here...