বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০(সংশোধিত) এর আবেদন ফরম, চেকলিস্ট ও যাচাই তালিকা।
বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০(সংশোধিত) এর আবেদন ফরম, চেকলিস্ট ও যাচাই তালিকা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
কল্যাণ শাখা
www.mopa.gov.bd
তারিখ: ০৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
১৭ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ
০৫,০০,০০০০,১২৩,০২,০০৬,১৮-২৪
বিষয়: 'বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত)' অনুযায়ী মৃত কর্মচারীর সর্বশেষ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, 'বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত)' অনুযায়ী আবেদন নির্ধারিত ফরমে তথ্য ও প্রমাণক প্রেরণ করা হয় না বিধায় আবেদন নিষ্পত্তিতে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। তাই নীতিমালার ১০.১ অনুচ্ছেদ অনুযায়ী সকল আবেদন মৃত কর্মচারীর সর্বশেষ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে চাহিত তথ্য ও প্রমাণকসহ ৩(গ) অনুযায়ী স্ব-স্ব নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ বরাবর (নির্ধারিত ফরম, চেকলিস্ট ও যাচাই তালিকা অনুযায়ী) প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: বর্ণনামতে ০৫ (পাঁচ) ফর্দ।
স্বাক্ষরিত
(মোহাম্মদ সাহেদুল ইসলাম)
উপসচিব
পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...