প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি ট্রেনিং ও এসাইনমেন্ট সংক্রান্ত গাইডলাইন।
Views
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি ট্রেনিং ও এসাইনমেন্ট সংক্রান্ত গাইডলাইন।
1. Google Chrome ব্রাউজার ওপেন করে এর ওয়েবসাইট (ipemis.dpe.gov.bd) প্রবেশ করুন। ওয়েবসাইটের হোম পেজটির ডানদিকে উপরে সাইন ইন এ ক্লিক করুন। এবার ইমেইল/মোবাইল নম্বর এর স্থানে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিচে প্রদর্শিত সাইন ইন এ ক্লিক করুন।
অথবা
Google Chrome ব্রাউজার ওপেন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের হোম পেজের ডান দিকে উপরে IPEMIS System (Live Server) অপশনে ক্লিক করুন। এবার ইমেইল/ মোবাইল নম্বর এর স্থানে নিজের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিচে প্রদর্শিত সাইন ইন এ ক্লিক করুন।
২. বাম পাশে মেনু হতে আমার প্রশিক্ষণসমূহ' এ ক্লিক করুন। “আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সে ২০২৪-২৫-এ ক্লিক করুন।
এবার LMS এ প্রবেশ করুন এবং বাম পাশে সূচনা পাতায় Promo ভিডিও দেখুন।
৩. পেজের বাম পাশের কলামে কোর্সের আউটলাইন দেখা যাবে। সেখানে মডিউল ১ থেকে সাব-মডিউল ১.১-এ প্রদত্ত ভিডিও কন্টেন্ট
মনোযোগ সহকারে দেখুন।
৪. দেখা শেষ হলে নিচে রিডিং ম্যাটেরিয়াল পড়া সম্পন্ন করে পর্যায়ক্রমে অন্যান্য সাব-মডিউলগুলো শেষ করুন।
৫. ভিডিও দেখার সময় অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে অনুশীলন করতে বলা হয়েছে, সেখানে বিরতি দিয়ে
(Pause) অনুশীলন করুন। তাহলেই আপনি সহজেই দক্ষ হতে পারবেন।
৬. শেখার সুবিধার্থে ফু-চার্ট দেয়া হয়েছে। এগুলো দেখুন এবং সেই অনুযায়ী অনুশীলন করুন।
৭. সবকিছু শেষ করার পর সাব-মডিউলের টাইটেলের নিচের বক্সে টিকচিহ্নে ক্লিক করে সাব-মডিউলটি complete করুন।
চলমান সাব-মডিউলটি complete না করা হলে পরবর্তী সাব-মডিউলে যেতে পারবেন না।
৮. সকল মডিউল শেষ করার পর মুল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়ায় ৩ বার attempts নেয়ার সুযোগ থাকবে। ৬০% সঠিক উত্তর প্রদানের মাধ্যমে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন। তবে ৩ বার attempts নেয়ার পর অনুত্তীর্ণ হলে সেই মডিউলের প্রথম থেকে পুনরায় শুরু করতে হবে। মূল্যায়নে উত্তীর্ণ না হলে পরবর্তী মডিউলে প্রবেশ করতে পারবেন না।
ভিডিও দেখে, রিডিং ম্যাটেরিয়াল পড়ে ও অনুশীলন করে বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার পর অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এই অ্যাসাইনমেন্টগুলো কোর্স করার সময় নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
১০. অ্যাসাইনমেন্টের ফাইল বর্ণনা মোতাবেক আপলোড করতে হবে। অ্যাসাইনমেন্ট শেষ করার পর যথারীতি সেইভ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে Add submission ক্লিক করুন এবং এর পর File submission এর Add button এ ক্লিক করুন। তারপর যে মেনুটি আসবে সেখানে upload a file ক্লিক করুন এবং choose file এ ক্লিক করুন। এবার আপনার সেইভ করা ফাইলটি চিনিয়ে দিন এবং open এ ক্লিক করুন। সবশেষে upload this file এ ক্লিক করুন এবং Save changes ক্লিক করলেই ফাইল আপলোড হয়ে যাবে।
১১. প্রত্যেকটি মডিউল শেষে মূল্যায়নে অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। এভাবে সবগুলো মডিউল শেষে একটি চূড়ান্ত মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। অ্যাসাইনমেন্ট আপলোড করে এবং সকল মূল্যায়নে উত্তীর্ণ হয়েই সার্টিফিকেট পাওয়া যাবে। সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে Face to Face প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ হবে।
No comments
Your opinion here...