ad

বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নাম (বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, প্রতিষ্ঠানে স্থাপিত চেয়ার/কর্ণার) পরিবর্তন সংক্রান্ত মাস্টার লিস্ট প্রণয়নের উদ্দেশ্যে তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নাম (বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, প্রতিষ্ঠানে স্থাপিত চেয়ার/কর্ণার) পরিবর্তন সংক্রান্ত মাস্টার লিস্ট প্রণয়নের উদ্দেশ্যে তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (১৩.০৩.২৫)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০০৪.২৫-৪৩১ তারিখ: ২৮ ফাল্গুন, ১৪৩১ ১৩ মার্চ, ২০২৫

বিষয়: বিগত ফ্যাসিস্ট সরকারের সংগে জড়িত ব্যক্তিবর্গের নাম (বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, প্রতিষ্ঠানে স্থাপিত চেয়ার/কর্ণার) পরিবর্তন সংক্রান্ত মাস্টার লিস্ট প্রণয়নের উদ্দেশ্যে তথ্য প্রেরণ প্রসংগে। সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত ই-মেইল।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিগত ফ্যাসিস্ট সরকারের সংগে জড়িত ব্যক্তিবর্গের নাম (বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, প্রতিষ্ঠানে স্থাপিত চেয়ার/কর্ণার) পরিবর্তন সংক্রান্ত মাস্টার লিস্ট প্রণয়নের উদ্দেশ্যে তথ্য প্রেরণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ই-মেইলে মন্ত্রী পরিষদ বিভাগের ছক 'খ' প্রেরণ করা হয়েছে (কপি সংযুক্ত)।

০২। এমতাবস্থায়, বিগত ফ্যাসিস্ট সরকারের সংগে জড়িত ব্যক্তিবর্গের নাম (বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, প্রতিষ্ঠানে স্থাপিত চেয়ার/কর্ণার) পরিবর্তন সংক্রান্ত মাস্টার লিস্ট প্রণয়নের উদ্দেশ্যে তথ্য আগামী ০৩ কমদিবসের মধ্যে সফটকপি (dpeadbidda@gmail.com) এবং হার্ডকপি জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

০৩। বিষয়টি অতীব জরুরী।

স্বাক্ষরিত

মো: রাইহল করিম সহকারী পরিচালক (বিদ্যালয়)

পলিসি এন্ড অপারেশন বিভাগ



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.