ad

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত “সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে নির্মানযোগ্য বিদ্যালয়ের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত “সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে নির্মানযোগ্য বিদ্যালয়ের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (২৭/০২/২০২৫)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬

নং-সপ্রাবিউ/ডিপিপি প্রণয়ন / ২০৩১ তারিখঃ ১৪ ফাল্গুন ১৪৩১ ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত "সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প" বাস্তবায়নের লক্ষ্যে নির্মানযোগ্য বিদ্যালয়ের তথ্য প্রেরণ প্রসংগে। সূত্রঃ ১। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং- ৩৮.০০.০০০০.০১২.১৪.০০৮.২৪.৩৮ তারিখ-১৬/০২/২০২৫ খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোল্লিখিত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত "সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প" বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০/০৪/২০২৫খ্রিঃ তারিখের মধ্যে DPP প্রস্তুতপূর্বক মন্ত্রণালয়ে প্রেরণের জন্য "চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)" শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাম্মদ আলমগীর খন্দকার কে নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ভবন/অতিঃ শ্রেণিকক্ষ নির্মাণ, গেইটসহ সীমানা প্রাচীর নির্মাণ, বিদ্যালয়ের মাঠ উন্নয়ন, Retaining Wall এবং আসবাবপত্র সরবরাহের কাজ সম্পন্ন করা হবে। সে লক্ষ্যে বিদ্যালয়ের নাম DPP-তে অন্তর্ভুক্ত করার জন্য নির্মাণযোগ্য বিদ্যালয়ের পূর্ণাঙ্গ নির্ভুল তথ্য প্রয়োজন। NBIDGPS, NBIDNNGPS, PEDP4 এবং River Project (MDSP) এর আওতায় নির্মিত বিদ্যালয় এবং প্রস্তাবিত জ্বরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত বিদ্যালয়ের তালিকা ব্যতিত অবশিষ্ট বিদ্যালয়ের (যা সংযুক্ত তালিকায় প্রেরণ করা হয়েছে) পূর্নাঙ্গ নির্ভুল তথ্য সংযুক্ত ছক মোতাবেক নিম্নলিখিত নির্দেশনাবলী অনুসরণপূর্বক পূরণ করে প্রকল্প পরিচালক, "চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)" প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা-১২১৬ এর ঠিকানায় প্রেরণ করতে হবে। নির্দেশাবলী: ১। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সংযুক্ত বিদ্যালয়ের তালিকা থেকে উপজেলাওয়ারি বিদ্যালয়ের তালিকা উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন। ২। সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারি উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় প্রধান শিক্ষক প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথকভাবে সংযুক্ত ছকে চাহিদা মোতাবেক নির্ভুলভাবে তথ্য ছক পূরণ করবেন। ৩। প্রধান শিক্ষক কর্তৃক পূরণকৃত তথ্য ছক উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইয়ের মাধ্যমে বিদ্যালয়ের তালিকা তৈরী করবেন। ৪। উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক হতে প্রাপ্ত পূরণকৃত তথ্য ছক প্রকল্প দপ্তর হতে প্রেরিত MS Excel Soft কপিতে নির্ভুলভাবে পূরণ করবেন ও পূরণকৃত সফটকপি জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর দাপ্তরিক ই-মেইলে প্রেরণ করবেন এবং স্বাক্ষরিত হার্ডকপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বাহক মারফত প্রেরণ করবেন। ৫। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর জেলার অধীন সকল উপজেলা থেকে প্রাপ্ত সংযুক্ত বিদ্যালয়ের তালিকা অনুযায়ী স্বাক্ষরিত হার্ডকপি সংগ্রহপূর্বক বাহক মারফত প্রকল্পের দপ্তরে এবং সফ্টকপি নিম্নে উল্লেখিত ই-মেইলে প্রেরণ করবেন।

এমতাবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রস্তাবিত "সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প" বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখিত নির্দেশনা অনুসরনপূর্বক সংযুক্ত বিদ্যালয় তালিকা অনুযায়ী বিদ্যালয়সমূহের নির্ভুল তথ্য আগামী ২০/০৩/২০২৫খ্রিঃ এর মধ্যে সফ্টকপি ই-মেইলে (ই-মেইল: gpsdevelopment25@gmail.com) এবং স্বাক্ষরিত হার্ডকপি বাহক মারফত প্রকল্প পরিচালক, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা-১২১৬ এর ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী। প্রয়োজনে যোগাযোগ: ১। জনাব নোমানী জিসান, সহকারী প্রোগ্রামার, মোবাইল নম্বর- ০১৭৪০৩৬১৭৯৩। ২। জনাব মোঃ মাহবুব সোবহানী জুয়েল, হিসাবরক্ষক, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়), মোবাইল নম্বর- ০১৯১৮৬৪১৪৫৬। সংযুক্তি: বর্ণনামোতাবেক।

স্বাক্ষরিত

আবু নূর মোঃ শামসুজ্জামান মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর










No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.