ad

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোডিং সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে 'Hour of Code' ক্যাম্পেইন বাস্তবায়ন সংক্রান্ত মাউশি এর পত্র।

Views

 


মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোডিং সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে 'Hour of Code' ক্যাম্পেইন বাস্তবায়ন সংক্রান্ত মাউশি এর পত্র। ( ২৫/০২/০২৫) 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা 

www.dshe.gov.bd

স্মারক নং- ৩৭.০২,০০০০,১০৭,৩১.১৭২.২০২৩-৩২৭(ক)

তারিখ: ২৪/০২/২০২৫ খ্রি.

বিষয়: মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোডিং সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে Hour of Code' ক্যাম্পেইন বাস্তবায়ন।

সূত্র: এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর স্মারক নং- ৫৬,৮৩,০০০০,০০৮,৯৯,০০১,২০২৫-১৬৩; তারিখ: ২০/০২/২০২৫ খ্রি.

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে AI Coding Problem Solving-এর মত এডভান্স প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে 'আওয়ার অব কোড' ক্যাম্পেইনটি পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা, বিশ্লেষণী চিন্তার বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মাধ্যমিক পর্যায়ে যে কোন শিক্ষার্থী 'আওয়ার অব কোড' এ তাদের যোগাতা অনুযায়ী কোডিং শেখার মাধ্যমে দক্ষতা উন্নয়ন করতে পারবে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে মাত্র 'Hour of Code' ক্যাম্পেইনটি সফলভাবে পরিচালিত হচ্ছে এবং উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। উক্ত কার্যক্রমটিতে সকল শিক্ষার্থীদের আশগ্রহণের সুযোগ করে দিতে Hour of Code' কার্যক্রমটি ফেব্রুয়ারি মাস ব্যাপী পরিচালনা করা যেতে পারে।

এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের জন্য Hour of Code ক্যাম্পেইনটি আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

স্বাক্ষরিত

(এস এম জিয়াউল হায়দার হেনরী)

সহকারী পরিচালক (মাধ্যমিক-১)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.