প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদন
Views
প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদন
কৃতজ্ঞতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারের উদ্যোগে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন এবং ব্যবস্থাপনা ও কাঠামোগত উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়। এই গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হওয়ার সুযোগ প্রদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।
প্রাথমিক শিক্ষায় নিযুক্ত প্রধান শিক্ষক ও বিভিন্ন স্তরে নিয়োজিত শিক্ষাকর্মীদের ৪৪টি সংগঠনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কমিটি মাঠ পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলসহ ১১টি জেলার ১২টি উপজেলায় সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করেছে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সমাজপ্রতিনিধিবৃন্দ তাঁদের মতামত ও পরামর্শ দিয়ে কমিটিকে বিশেষভাবে উপকৃত করেছেন। তাঁদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ফরিদ আহাম্মদ ও বর্তমান সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনার সুযোগ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় হয়েছে। তাঁদের মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ।
কমিটির সদস্যগণ যথাসাধ্য আন্তরিকতা ও নিষ্ঠাসহ কাজ করার চেষ্টা করেছেন। এই প্রতিবেদনটি শিশু ও তরুণদের মানসম্মত শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ও বৈষম্য নিরসনে অর্থবহ অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
ড. মনজুর আহমদ
আহ্বায়ক
প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি
১০ ফেব্রুয়ারি ২০২৫
No comments
Your opinion here...