ad

২০২৫ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনের জন্য বাজেট বরাদ্দ ও মঞ্জুরী প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


২০২৫ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনের জন্য বাজেট বরাদ্দ ও মঞ্জুরী প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (০৬/০২/২০২৫)
👉দূরত্ব অনুযায়ী পাঠ্যপুস্তক পরিবহন বাবদ বরাদ্দের পরিমান নিম্নরূপঃ
১) ০-৫ কিমি >> ৬০০ টাকা
২) ৫+ থেকে ১০ কিমি >> ৮০০ টাকা
৩) ১০ কিমি'র বেশি>> ১০০০ টাকা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৪১.২০১৯-৯৬৪ ২১.. মাঘ ১৪৩১ তারিখ:০৬ ফেব্রুয়ারি ২০২৫
বিষয়ঃ ২০২৫ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনের বাজেট বরাদ্দ প্রদান প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে ২০২৪-২৫ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিদ্যালয় পর্যায়ে পরিবহনের নিমিত্ত সংযুক্ত তালিকা অনুসারে ৫,৮৬,৫৫,৮০০/- (পাঁচ কোটি ছিয়াশি লক্ষ পঞ্চান্ন হাজার আটশত) টাকা তাঁর নিয়ন্ত্রণে প্রদান করা হলো। সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারগণকে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে নিম্নবর্ণিত শর্তে সরকারি বিধি মোতাবেক সে পরিমাণ অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো। শর্তাবলীঃ ক. এ ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের পরিচালন বাজেটের প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১১০৭৫২৯ প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষ অধিদপ্তর (বিশেষ কার্যক্রম) ১২০০০১৪১৩ বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ এর ৩২২১১০৬ পরিবহন ব্যয় খাতে বরাদ্দকৃত ১০,০০,০০,০০০.০০ (দশ কোটি) টাকা হতে মিটানো হবে; খ. ২০২৪-২৫ অর্থবছরে iBAS++ এর Authorization DDO এর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারগণ ব্যয় করতে পারবেন; গ. এ অর্থ সরকারি বিধি মোতাবক ব্যয় করতে হবে। এ অর্থ হতে উপজেলা/থানা থেকে প্রথমিক বিদ্যাবহ ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। যে কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট অয়ন-বায়ন কর্মকর্ত ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন; ঘ. অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৫ এর মধ্যে সমর্পণ করতে হবে। অব্যয়িত অর্থ dpe-র accounting information system-এর মাধ্যমে মাসিক SOE জমাদানের সময় সমর্পন করতে হবে ৬. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের accounting information system-এ মাসিক মরচের বিদায়ী নিয়মিত এ করতে হবে; ২। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত
মোঃ নুরুল ইশলাম
উপ-পরিচালক



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.