ad

পিইডিপি - ৪ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক বুঝে নেয়া প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 


পিইডিপি - ৪ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক বুঝে নেয়া প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (১৯.০২.২৫)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা- ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০১.৯৯.০০৬.১৮-১০ তারিখ: ০৬ ফাল্গুন ১৪৩১ ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বিষয়: পিইডিপি৪-এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক বুঝে নেয়া প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর মেয়াদ ৩০ জুন ২০২৫-এ শেষ হবে। পিইডিপি৪-এর শেষ বছরে (২০২৪-২৫ অর্থবছরে) অনেক বিদ্যালয়েই এলজিইডি ও ডিপিএইচই কর্তৃক নির্মিত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের কাজও চলতি অর্থবছরের মধ্যেই সম্পন্ন করা হবে। নির্মিত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের কাজে অনেক ক্ষেত্রেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করাসহ প্রাক্কলন অনুযায়ী নির্মাণ কাজ সমাপ্ত করা হয়নি মর্মে মাঠ পর্যায় থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। আবার নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত না হয়েই এলজিইডি ও ডিপিএইচই-এর নিকট হতে নির্মিত এ সকল শ্রেণিকক্ষ ও ওয়াশরক সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণ বুঝে নিচ্ছেন মর্মে জানা যায়।

২। বর্ণিতাবস্থায়, তাঁর আওতাধীন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণকে পিইডিপি৪-এর আওতায় নির্মিত শ্রেণিকক্ষ ও ওয়াশব্লকের কাজের গুণগতমান নিশ্চিত হয়ে তা বুঝে নেয়ার নির্দেশনা প্রদানসহ পরবর্তী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

মোহাম্মদ আতিকুর রহমান (অতিরিক্তসচিব) অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.