সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অনলাইন বদলির জন্য পদ সংরক্ষণ (হোল্ড) করা সম্পর্কিত প্রাশিঅ এর পত্র।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অনলাইন বদলির জন্য পদ সংরক্ষণ (হোল্ড) করা সম্পর্কিত প্রাশিঅ এর পত্র। (১৪/০১/২০২৫)
👉অনলাইন শিক্ষক বদলীর জন্য পদ হোল্ড (সংরক্ষণ) করা সংক্রান্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০০১.২৫-৬১
তারিখ। ৩০ পৌষ ১৪৩১
১৪ জানুয়ারী ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অনলাইন বদলির জন্য পদ সংরক্ষণ (হোল্ড) করা সম্পর্কিত।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অনলাইন বদলি কার্যক্রম আগামী ২০/০১/২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে তার জেলাধীন প্রতিটি উপজেলা/থানায় মামলা জনিত অথবা যৌক্তিক কারণে কোন শিক্ষক পদ সংরক্ষণ (হোল্ড) করার প্রয়োজন হলে তা দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য পদ একবার সংরক্ষণ (হোল্ড) করা হলে তা বদলি চলাকালীন সময়ে পুনরায় সক্রিয় করার কোন সুযোগ নেই বিধায় শিক্ষকের কোন পদ সংরক্ষণ (হোল্ড) করার ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো।
২। এ বিষয়ে কোন জটিলতার উদ্ভব হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা অফিসারগণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং কোন ত্রুটি-বিচ্যুতি ও অনিয়মের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা অফিসাগণের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো। উল্লেখ্য নিয়োগের জন্য অপেক্ষাকৃত দূরবর্তী/দুর্গম বিদ্যালয়ের পদ সংরক্ষণ (হোল্ড) করতে হবে।
৩। উল্লেখ্য যে পদ হোল্ড করার ক্ষেত্রে IPEMIS সফ্টওয্যার-এ নিম্নোক্ত ফ্লোচার্ট' অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। বিদ্যালয় ব্যবস্থাপনা বিদ্যালয়ের তালিকা >Any School-Manage button-অনুমোদিত পদের তালিকা >Any empty teacher you see-Manage button-পদটি হোল্ড করুন।
৪। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
মোঃ রাইহুল করিম
সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)
No comments
Your opinion here...