ad

ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রসঙ্গে নির্বাচন কমিশন এর চিঠি।

Views

 


ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সরকারি বা বেসরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল/কলেজ/মাদ্রাসার শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারিদেরকে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ প্রসঙ্গে নির্বাচন কমিশন এর চিঠি। (১৪/০১/২০২৫)

👉ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রসঙ্গে নির্বাচন কমিশন এর চিঠি।

বাংলাদেশ নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সচিবালয়

নির্বাচন ভবন,

আগারগাঁও, ঢাকা

নির্বাচন সহায়তা-২ শাখা

নং-১০,০০,০০০০.০২৬.৩২.০০১.২৫ (অংশ)-৩২

তারিখঃ ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৪ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়ঃ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সরকারি বা বেসরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল/কলেজ/মাদ্রাসার শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারিদেরকে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৯ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। এ কারণে সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে মাননীয় নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এলক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫ এর কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য। সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ২০ জানুয়ারি ২০২৫ তারিখ হতে ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এবং নিবন্ধন কার্যক্রম ০৫ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১১ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

ভোটার তালিকা বিধিমালা, ২০১২ এর বিধি-৪(৪) অনুসারে উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারগণ কর্তৃক সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল/কলেজ/মাদ্রাসার শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিদেরকে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারের দক্ষতা ও আন্তরিকতার উপর ভোটার তালিকার নির্ভুলতা অনেকাংশে নির্ভর করে। যেহেতু, সরকারি, বেসরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা-কর্মচারিদের একাজে নিয়োগ দেয়া হয়, সেহেতু উক্ত কাজে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিদেরকে নির্দেশনা প্রদান করা প্রয়োজন।

বর্ণিতাবস্থায়, ভোটার তালিকা হালনাগাদ, ২০২৫ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সরকারি/সরকারি অনুদানপ্রাপ্ত/বেসরকারি প্রাথমিক/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/মাদ্রাসার যেসকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত করা হবে, তাদেরকে সার্বক্ষণিক উক্ত কাজে সম্পৃক্ত থাকার নিমিত্ত নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এ বিষয়ে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ১২ জানুয়ারি ২০২৫ তারিখে সিনিয়র সচিব/সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-কে আধা সরকারি পত্র প্রেরণ করা হয়েছে।

স্বাক্ষরিত

(মোঃ নাসির উদ্দিন চৌধুরী)

সিনিয়র সহকারী সচিব (নিঃসঃ-২)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.