ad

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রণয়নের মতামত/পরামর্শ/সুপারিশ প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রণয়নের মতামত/পরামর্শ/সুপারিশ প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।(০২/০১/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.১০১.৯৯.০০৬.১৮-৭৯৫

তারিখ: ১৮ পৌষ ১৪৩১

০২ জানুয়ারী ২০২৫

বিষয়: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৫) প্রণয়নে মতামত/পরামর্শ/সুপারিশ প্রদান প্রসঙ্গে।

প্রাথমিক শিক্ষাই সকল স্তরের শিক্ষার বুনিয়াদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন প্রাথমিক শিক্ষা দেশের সর্ববৃহৎ একক সংগঠন। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বর্তমানে "চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি" (পিইডিপি৪) চলমান রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক শিক্ষার ভৌত অবকাঠামো, ওয়াশব্লকসহ পানীয় জলের ব্যবস্থাকরণ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণসহ বেশ কিছু কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এতে সরকারের প্রায় ৩২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। পিইডিপি৪ কর্মসূচি আগামী ৩০ জুন ২০২৫ খ্রি: তারিখে সম্পন্ন হবে। পিইডিপি৪ এর আওতায় বিদ্যালয়ের অবকাঠামো, ওয়াশব্লক ও পানীয় জলের ব্যবস্থা করার কার্যক্রম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এ সকল উন্নয়ন কাজের গুণগত ও পরিমাণগত মান নিয়ে বিভিন্ন মহল হতে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সে লক্ষ্যে আপনি প্রাথমিক শিক্ষা বিভাগ, এলজিইডি, ডিপিএইচই এবং ঠিকাদারদের সমন্বয়ে সভা করে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন। আপনার তদারকির মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের সকল উন্নয়ন কাজের গুণগত ও পরিমাণগত মান নিশ্চিত করা সম্ভব। শতভাগ ভর্তি, উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষকদের আগমণ-প্রস্থানসহ প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে আপনার সহায়তা প্রত্যাশা করছি।

২। ০১ জুলাই ২০২৫ হতে "পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি" (পিইডিপি৫) চালু হবে। ইতোমধ্যে পিইডিপি৫ এর কর্মসূচি প্রণয়নের উদ্দ্যেশ্যে মাঠ পর্যায়ের অংশীজনদের (সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি), সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর (ইউআরসি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী সুপারিনটেনডেন্ট (পিটিআই), সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার) অভিজ্ঞতা, পরামর্শ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত সংগ্রহ করা হচ্ছে। বিভাগীয় ও জেলা পর্যায়ের এ ধরণের কর্মশালায় মাননীয় উপদেষ্টাসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকছেন।

৩। আগামী প্রজন্মকে বিশ্বমানের জনসম্পদে পরিণত করার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে পিইডিপি৫-এ কি ধরণের কর্মসূচি/কার্যক্রম গ্রহণ করা যায় সে সম্পর্কে আপনার অভিজ্ঞতালব্ধ মতামত/পরামর্শ ও সুপারিশ প্রয়োজন। সে লক্ষ্যে আপনার সুস্পষ্ট প্রস্তাব, করণীয়, পদ্ধতি অর্থাৎ কি, কিভাবে তা বাস্তবায়ন করা হবে সে সম্পর্কীয় মতামত পিইডিপি৫ প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে।

৪। এমতাবস্থায়, আপনার জেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বাস্তবায়নাধীন পিইডিপি৪ এর চলমান কার্যক্রম তদারকিসহ প্রণয়নাধীন পিইডিপি৫ এর জন্য বিদ্যমান সমস্যাসমূহ এবং তার সমাধানকল্পে আপনার সুপারিশসমূহ আগামী ২০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোহাম্মদ আতিকুর রহমান

অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪)

(অতিরিক্ত সচিব)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.