মহান বিজয় দিবস-২০২৪ ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে মাঠ পর্যায়ে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান প্রসঙ্গে চিঠি।
Views
মহান বিজয় দিবস-২০২৪ ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে মাঠ পর্যায়ে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান প্রসঙ্গে চিঠি। (১০.১২.২৪)।
বিদ্যালয় প্রতি বরাদ্দ ২,০০০/- টাকা করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১,০০০০,১৫২,০২০,৪৮,২০২০. ৬৬৪
তারিখ ২৫ অগ্রহায়ণ ১৪০১
১০ ডিসেম্বর ২০২৪
বিষয়ঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ এবং ১৪ ডিসেম্বার, শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে মাঠ পর্যায়ে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান।
সুত্রঃ ১। স্মারক নং ৩৮.০১,০০০০,১০৭,২৪,০০৪,২১-২২২৪, তারিখ: ০০৫-১২-২০২৪খ্রিঃ
২। স্মারক নং ৩৮.০১.০০০০.১০৭.২৬.০০১.২২-২২২৭, তারিখ: ০৫-১২-২০২৪খ্রি।।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৪ এবং ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সর্বমোট ১৩,১১,৩২,০০০/- েেতর কোটি এগার লক্ষ বত্রিশ হাজার) টাকা সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরী তাঁর নিয়ন্ত্রণাধীনে প্রদান করা হলো
সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-বায়ন কর্মকর্তাগণকে সংযুক্ত বিভাজন ও নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।
শর্তাবলীঃ
ক. এ বায় ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১১০৭৫২৯ প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সাধারণ কার্যক্রম এর ৩২৫৭৩০১ অনুষ্ঠান/উৎসবাদি খাতে বরাদ্দকৃত ৪৪,০০,০০,০০০/- (চুয়াল্লিশ কোটি) টাকা হতে মিটানো হবে।
খ. ২০২৪-২৫ অর্থবছরে IBAS++ Authorization DDO এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-বায়ন কর্মকর্তাগণ ব্যয় করতে পারবেন।
গ. এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। এ অর্থ হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাত্র পর্যায়ের দপ্তরসমূহ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৪ এবং ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পাসন বাতীত অন্য কোন উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না। যে কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিপরভাবে দায়ী থাকবেন;
ঘ. অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৫ এর মধ্যে সমর্পণ করতে হবে। অব্যয়িত dpe accounting information system- মাধ্যমে মাসিক SOE জমাদানের সময় সমর্পণ করতে হবে।
ঙ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের accounting information system-এ মাসিক খরচের বিবরণী নিয়মিত এন্ট্রি করতে হবে।
২. এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।
মোঃ নুরুল ইসলাম
উপপরিচালক (চঃ দাঃ
অর্থ-রাজস্ব, অর্থ-বিভাগ
No comments
Your opinion here...