ad

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন ও ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি।

Views

 


মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন ও ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি।
👉বিদ্যালয় প্রতি বরাদ্দঃ ২,০০০/-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
 www.dpe.gov.bd 

বিষয়: ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন এবং ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী। 

সভাপতিঃ জনাব ড. মোঃ আব্দুল হাকিম মহাপরিচালক, 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

স্থান: কনফারেন্স কক্ষ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 
তারিখ: ২৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ 
সময় : বেলা ১০.৩০ ঘটিকা। 
সভায় উপস্থিতি: পরিশিষ্টংকা। 

সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার কার্যক্রম শুরু করেন। তিনি জানান যে, ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন এবং ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েও অনুষ্ঠিত হয়। উল্লিখিত সভাসমূহে গৃহীত সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন দপ্তরসমূহের জন্য কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়ন করা হবে। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন এবং শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদ্‌যাপনের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

০২। অতঃপর সভাপতির অনুমতিক্রমে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপন এবং ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সভায় উপস্থাপন করা হয়। সভায় বিস্তারিত আলোচনান্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন দপ্তর ও প্রতিষ্ঠানসমূহে মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গহীত হয়।



০৪।           ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৪ এবং ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচি যথাযথ বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ অফিসসমূহের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করে কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রমের সমন্বয় সাধন করবে। সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। 

স্বাক্ষরিত


আল নূর মোঃ শামসুজ্জামান
 মহাপরিচালক 
(রুটিন দায়িত্ব)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.