চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার জন্য ইউআরসি/টিআরসি তে তথ্যপত্র প্রণয়নের প্রস্তুতিগ্রহণ সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।
চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার জন্য ইউআরসি/টিআরসি তে তথ্যপত্র প্রণয়নের প্রস্তুতিগ্রহণ সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা। (১১/১২/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষন বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৬০০,২৫,০২৪.২৪.৮৩৫
তারিখ: ২৬ অগ্রহায়ণ ১৪৩১
১১ ডিসেম্বর ২০২৪
বিষয়ঃ চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার জন্য ইউআরসি/টিআরসি তে তথ্যপত্র প্রণয়নের প্রস্তুতিগ্রহণ।
সূত্রঃ প্রশিক্ষণ বিভাগের ০২ ডিসেম্বর ২০২৪ তারিখের ৩৮.০১,০০০০,৬০০,২৫,১০০.২৪.৮২৭ নম্বর স্মারক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৪- ২৫ অর্থবছরে সকল উপজেলায় চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালিত হবে। ইতোমধ্যে সূত্রোক্ত স্মারকে চাহিদাভিত্তিক সাব- ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার নীতিমালা জারী করা হয়েছে। উক্ত নীতিমালা অনুসারে ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টরগণকে উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে সভার মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাপ্ত শিক্ষকগণের প্রশিক্ষণ চাহিদা পর্যালোচনা করে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণের বিষয় নির্বাচনপূর্বক তথাপত্র প্রণয়ন করতে হবে।
চলতি অর্থবছরে ৩টি প্রশিক্ষণ পরিচালনার সুযোগ থাকায় ৩টি প্রশিক্ষণের জন্য ৩টি তথ্যপত্রসহ অধিবেশন পরিকল্পনা প্রণয়ন, অনুমোদন এবং অন্যান্য আনুষঙ্গিক কর্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, অনুমোদিত তথ্যপত্রসহ অধিবেশন পরিকল্পনার সফট কপি আবশ্যিকভাবে dirtraindpe@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে।
২। এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে উপরোল্লিখিত নির্দেশনা অনুসরণপূর্বক ৩টি তথ্যপুস্তিকা প্রস্তুতকরতঃ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
মোঃ বায়েজীদ খান
সহকারী পরিচালক (প্রশিক্ষণ)
No comments
Your opinion here...