ad

সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ আবেদনে "পরীক্ষার ফি" পূনঃ নির্ধারণ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।

Views

 


বিসিএস ব্যতীত নন-ক্যাডার ও অন্যান্য নিয়োগে পরীক্ষা ফি পুনঃনির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নন-ক্যাডারসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রদেয় "পরীক্ষা ফি" পুনঃনির্ধারণ করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা।

২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত এ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন-ক্যাডার এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার আবেদনকারীদের কাছ থেকে নতুন হার অনুযায়ী ফি আদায় করা হবে।

নতুন নির্ধারিত পরীক্ষা ফি

  1. ৯ম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার): ২০০ টাকা

  2. ১০ম গ্রেড: ২০০ টাকা

  3. ১১তম ও ১২তম গ্রেড: ১৫০ টাকা

  4. ১৩তম থেকে ১৬তম গ্রেড: ১০০ টাকা

  5. ১৭তম থেকে ২০তম গ্রেড: ৫০ টাকা

  6. সকল গ্রেডের অনগ্রসর নাগরিক: ৫০ টাকা

শর্তাবলি

১. টেলিটক বাংলাদেশ লিমিটেড অনলাইনে আবেদন গ্রহণ ও ফি আদায় করতে পারবে। এ ক্ষেত্রে ফি বাবদ আদায়কৃত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন টেলিটক পাবে এবং কমিশনের ওপর ১৫% ভ্যাট আরোপ হবে।
👉 উদাহরণস্বরূপ, ১৩-১৬ গ্রেডে পরীক্ষার ফি ১০০ টাকা হলে টেলিটক কমিশন পাবে সর্বোচ্চ ১০ টাকা এবং তার ওপর ১.৫ টাকা ভ্যাট আদায় হবে। অর্থাৎ প্রার্থীর সর্বোচ্চ পরিশোধ করতে হবে ১১২ টাকা

২. টেলিটক আদায়কৃত অর্থ সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংক চেকের মাধ্যমে জমা দেবে। প্রতিষ্ঠানটি পরবর্তীতে সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাইলে নিজস্ব ব্যাংক হিসাবে অর্থ জমা করতে পারবে।

৩. অনলাইন আবেদন গ্রহণ না করলে প্রার্থীর কাছ থেকে ফি চালান, অথবা প্রয়োজনে ব্যাংক ড্রাফট/পে অর্ডার আকারে গ্রহণ করতে হবে।

৪. পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থ অবশ্যই "১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড" এবং "০৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬"-এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে।

৫. যদি কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) অর্থ জমা করতে চায়, তবে "প্রাতিষ্ঠানিক কোড-পরিচালনা কোড-অর্থনৈতিক কোড (২০৩১)" উল্লেখ করে জমা দিতে হবে।

এ প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ বিভাগের ১৭ আগস্ট ২০২৩ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

 প্রবিধি-২ শাখা 

www.mof.gov.bd 

নং-०৭,००,००০০.১৭২.৩৭.০০৩.১৫-৩৬২ 

প্রজ্ঞাপন 

 তারিখঃ ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ :

 ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ 

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ "পরীক্ষা ফি” শর্তসাপেক্ষে নিম্নরূপভাবে নির্দেশক্রমে পুনঃনির্ধারণ করা হলো:

পদের গ্রেড ও   পরীক্ষা ফি” হার (টাকা)

১) ৯ম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার)

পরীক্ষা ফি” হার (টাকা) ঃ ২০০/-(দুইশত)

২) ১০ম গ্রেড 

পরীক্ষা ফি” হার (টাকা) ঃ ২০০/- (দুইশত)

৩) ১১তম এবং ১২তম গ্রেড

পরীক্ষা ফি” হার (টাকা) ঃ ১৫০/- (একশত পঞ্চাশ)

৪) ১৩ তম থেকে ১৬৩ম গ্রেড

পরীক্ষা ফি” হার (টাকা) ঃ ১০০/-(একশত)

৫) ১৭ তম থেকে ২০ তম গ্রেড

পরীক্ষা ফি” হার (টাকা) ঃ  ৫০/ (পঞ্চাশ)

৬) সকল গ্রেড (অনগ্রসর নাগরিক) 

পরীক্ষা ফি” হার (টাকা) ঃ  ৫০/ (পঞ্চাশ)

শর্তাবলি: 

ক)  টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও অনলাইনে আবেদন ও "পরীক্ষা ফি" গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে "পরীক্ষা ফি" বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের ১৫% ভ্যাট হিসাবে আদায় করা যাবে। উদাহরণস্বরূপ: ১৩-১৬ গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ১০০ টাকার সর্বোচ্চ ১০% অর্থাৎ ১০ টাকা পর্যন্তও টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং উক্ত ১০ টাকার ১৫% অর্থাৎ ১.৫ টাকা VAT হিসাবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে ১০০+১০+১.৫=১১২ টাকা; 

খ) টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক "পরীক্ষা ফি" বাবদ অর্থ গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে; 

গ) "অনলাইন আবেদন গ্রহণ না করা হলে "পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে; 

ঘ) "পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের "১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড" এবং "০৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬" এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে; এবং 

৩) কোন প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) "পরীক্ষা ফি" জমা করতে চাইলে "১- প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট)- পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট)-অর্থনৈতিক কোড (২০৩১)" এ জমা করতে হবে। অর্থ বিভাগের ১৭/০৮/২০২৩ তারিখের ০৭,০০,০০০০,১৭২,৩৭.০০৩.১৪-২৩৫ (১) নং প্রজ্ঞাপন বাতিল করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে

স্বাক্ষরিত

(আছিয়া খাতুন) 

সিনিয়র সহকারী সচিব






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.