বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।(২৭/১১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮,০১,০০০০,১০৭,০২৩.০৩.২৪-২১৩৬
তারিখ: ১২ অগ্রহায়ণ ১৪৩১
২৭ নভেম্বর ২০২৪
বিষয়: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়রে ১৯/১১/২০২৪ তারিখের ৩৮,০০,০০০০,০০২,৯৯,০১৬,২৪-১৫৪১ নং স্মারকপত্র।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ আগ্রহ ও নির্দেশনা রয়েছে। আগামী ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ কর্মসূচিটির মিডিয়া লঞ্চিং হবে এবং ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ০৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত জাতীয় কর্মসূচি চলমান থাকবে। এ কর্মসূচির সাথে সঙ্গতি রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায় মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ প্রদান করা হলো:
ক) আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল:
১. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে "আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল" শিরোনামে ব্যানার প্রদর্শনপূর্বক ৩০/১২/২০২৪ থেকে ০৫/০১/২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণসহ অনুশীলন করতে হবে;
২. বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আঙ্গিনা, ওয়াশব্লক, ছাদ এবং বিদ্যালয়ের চারপাশ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতাভুক্ত থাকবে;
৩ . শ্রেণিভিত্তিক (১ম-৫ম) দল গঠন করে শ্রেণিশিক্ষকের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুশীলন করতে হবে;
৪. প্রতিটি শ্রেণিকক্ষে ডাস্টবিন এবং দরজা ও সিঁড়ির মুখে পাপোশ থাকতে হবে;
৫. ওয়াশব্লকে পর্যাপ্ত হারপিক, ব্রাশ, হ্যান্ডওয়াশ/সাবান রাখতে হবে। এছাড়া স্যান্ডেল ও পাপোস থাকতে হবে;
৬. উপযুক্ত জায়গায় শিক্ষার্থীদের হাত-পা ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। প্রতিদিন বিদ্যালয়ে প্রবেশ ও প্রস্থানের সময় শিক্ষার্থীদের হাত ধুয়ে নিতে পারে;
৭. শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দৈনিক সমাবেশে সকল শিক্ষার্থীর দাঁত, নখ ও চুল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে এবং শিক্ষার্থীদের নখ কাটার ব্যবস্থা করতে হবে,
৮. বিদ্যালয়ে পরিমাণমত চিরুনী ও নেইল কাটার রাখতে হবে;
খ) প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন:
১. সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০/১২/২০২৪ হতে ০৫/০১/২০২৫ পর্যন্ত সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। এ সময় বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার ও কাব লিভারদের মাধ্যমে স্বাস্থ্য কর্মীর সহায়তায় শিক্ষার্থীদের উচ্চতা ও ওজনের অনুপাত [BMI- ওজন (কেজি)/উচ্চতা (মিটার)) এবং রক্তচাপ (Blood Pressure) পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং তার রেকর্ড সংরক্ষণ করতে হবে।
২. মৌলিক প্রাথমিক চিকিৎসা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে হবে;
গ) চিত্রাংকন প্রতিযোগিতা:
সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০/১২/২০২৪ থেকে ৩১/০১/২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপভিত্তিক (ক-গ্রুপ- ১ম ও ২য়, খ-গ্রুপ- ৩য়, ৪র্থ ও ৫ম) "জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪" শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতার ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে আয়োজন শুরু করা হবে। প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করতে হবে;
ঘ) রচনা প্রতিযোগিতা:
সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০/১২/২০২৪ থেকে ৩১/০১/২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপভিত্তিক (৩য়-৫ম) "আমাদের বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়" শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করতে হবে;
ঙ) প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা;
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ শিক্ষার্থীদের (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) বিদ্যালয় পর্যায়ে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু করতে হবে;
চ) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৪ জেলা পর্যায়ের খেলা আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সূচনামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে;
ছ) সবুজ বিদ্যালয় (Green School) ক্যাম্পেইন:
১. সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীর অংশগ্রহণে স্ব উদ্যোগে ঔষধি গাছ রোপণ, ফুলের বাগান সৃজন এবং বিদ্যালয়ে ইতঃপূর্বে রোপণকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে;
২. বাগান সংরক্ষণের ব্যবস্থা করতে হবে;
জ) সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (যেখানে সম্ভব) বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা প্রজেক্টর বা মনিটরে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে;
ঝ) তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রয়োজনীয় ব্যয় (বিন, সাবানসহ পুরস্কার ক্রয়) বিদ্যালয়ের স্লীপ ফান্ডের সংশ্লিষ্ট অর্থ থেকে নির্বাহ করা যাবে;
ঝ) তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের নির্ধারিত লোগো এবং 'বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই' শ্লোগান সংবলিত ব্যানার ০১/১২/২০২৪ হতে প্রিমিয়ার লীগ শেষ হওয়া পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রদর্শন করতে হবে।
স্বাক্ষরিত
ড। মোঃ আব্দুল হাকিম
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
No comments
Your opinion here...