ad

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।

Views

 


বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।(২৭/১১/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮,০১,০০০০,১০৭,০২৩.০৩.২৪-২১৩৬

তারিখ: ১২ অগ্রহায়ণ ১৪৩১

২৭ নভেম্বর ২০২৪

বিষয়: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়রে ১৯/১১/২০২৪ তারিখের ৩৮,০০,০০০০,০০২,৯৯,০১৬,২৪-১৫৪১ নং স্মারকপত্র।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ আগ্রহ ও নির্দেশনা রয়েছে। আগামী ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ কর্মসূচিটির মিডিয়া লঞ্চিং হবে এবং ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ০৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত জাতীয় কর্মসূচি চলমান থাকবে। এ কর্মসূচির সাথে সঙ্গতি রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায় মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ প্রদান করা হলো:

ক) আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল:

১. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে "আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল" শিরোনামে ব্যানার প্রদর্শনপূর্বক ৩০/১২/২০২৪ থেকে ০৫/০১/২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণসহ অনুশীলন করতে হবে;

২. বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আঙ্গিনা, ওয়াশব্লক, ছাদ এবং বিদ্যালয়ের চারপাশ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতাভুক্ত থাকবে;

৩ . শ্রেণিভিত্তিক (১ম-৫ম) দল গঠন করে শ্রেণিশিক্ষকের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুশীলন করতে হবে;

৪. প্রতিটি শ্রেণিকক্ষে ডাস্টবিন এবং দরজা ও সিঁড়ির মুখে পাপোশ থাকতে হবে;

৫. ওয়াশব্লকে পর্যাপ্ত হারপিক, ব্রাশ, হ্যান্ডওয়াশ/সাবান রাখতে হবে। এছাড়া স্যান্ডেল ও পাপোস থাকতে হবে;

৬. উপযুক্ত জায়গায় শিক্ষার্থীদের হাত-পা ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। প্রতিদিন বিদ্যালয়ে প্রবেশ ও প্রস্থানের সময় শিক্ষার্থীদের হাত ধুয়ে নিতে পারে;

৭. শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দৈনিক সমাবেশে সকল শিক্ষার্থীর দাঁত, নখ ও চুল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে এবং শিক্ষার্থীদের নখ কাটার ব্যবস্থা করতে হবে,

৮. বিদ্যালয়ে পরিমাণমত চিরুনী ও নেইল কাটার রাখতে হবে;

খ) প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন:

১. সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০/১২/২০২৪ হতে ০৫/০১/২০২৫ পর্যন্ত সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। এ সময় বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার ও কাব লিভারদের মাধ্যমে স্বাস্থ্য কর্মীর সহায়তায় শিক্ষার্থীদের উচ্চতা ও ওজনের অনুপাত [BMI- ওজন (কেজি)/উচ্চতা (মিটার)) এবং রক্তচাপ (Blood Pressure) পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং তার রেকর্ড সংরক্ষণ করতে হবে।

২. মৌলিক প্রাথমিক চিকিৎসা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে হবে;

গ) চিত্রাংকন প্রতিযোগিতা:

সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০/১২/২০২৪ থেকে ৩১/০১/২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপভিত্তিক (ক-গ্রুপ- ১ম ও ২য়, খ-গ্রুপ- ৩য়, ৪র্থ ও ৫ম) "জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪" শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতার ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে আয়োজন শুরু করা হবে। প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করতে হবে;

ঘ) রচনা প্রতিযোগিতা:

সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০/১২/২০২৪ থেকে ৩১/০১/২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপভিত্তিক (৩য়-৫ম) "আমাদের বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়" শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করতে হবে;

ঙ) প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা;

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ শিক্ষার্থীদের (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) বিদ্যালয় পর্যায়ে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু করতে হবে;

চ) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৪ জেলা পর্যায়ের খেলা আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সূচনামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে;

ছ) সবুজ বিদ্যালয় (Green School) ক্যাম্পেইন:

১. সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীর অংশগ্রহণে স্ব উদ্যোগে ঔষধি গাছ রোপণ, ফুলের বাগান সৃজন এবং বিদ্যালয়ে ইতঃপূর্বে রোপণকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে;

২. বাগান সংরক্ষণের ব্যবস্থা করতে হবে;

জ) সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (যেখানে সম্ভব) বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা প্রজেক্টর বা মনিটরে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে;

ঝ) তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রয়োজনীয় ব্যয় (বিন, সাবানসহ পুরস্কার ক্রয়) বিদ্যালয়ের স্লীপ ফান্ডের সংশ্লিষ্ট অর্থ থেকে নির্বাহ করা যাবে;

ঝ) তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের নির্ধারিত লোগো এবং 'বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই' শ্লোগান সংবলিত ব্যানার ০১/১২/২০২৪ হতে প্রিমিয়ার লীগ শেষ হওয়া পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রদর্শন করতে হবে।

স্বাক্ষরিত

ড। মোঃ আব্দুল হাকিম

মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর








No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.