ad

প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা ইউনিটের আওতায় চলমান বিদ্যালয়/প্রতিষ্ঠানসমূহের নির্মাণ সাইটে সাইনবোর্ড স্থাপন প্রসঙ্গে lged এর চিঠি। (২৮.১০.২৪)।

Views

 


প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা ইউনিটের আওতায় চলমান বিদ্যালয়/প্রতিষ্ঠানসমূহের নির্মাণ সাইটে সাইনবোর্ড স্থাপন প্রসঙ্গে lged এর চিঠি। (২৮.১০.২৪)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

আগারগাঁও, শেরেবাংলা নগর

ঢাকা-১২০৭।

www.lged.gov.bd

স্মারক নং-৪৬,০২,০০০০.৯০২.১৪.১৫৩১.২০২৩-৫৬১৩

তারিখঃ ২৮/১০-২০২৪ইং।

প্রতি,

উপজেলা প্রকৌশলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

উপজেলাঃ

জেলাঃ

বিষয়: প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা ইউনিটের আওতায় চলমান বিদ্যালয়/প্রতিষ্ঠানসমূহের নির্মাণ সাইটে সাইনবোর্ড স্থাপন প্রসংগে।

১। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-২৮.০১,০০০০,৭০০,৯৯,০০১.২০.১৬১, তারিখ: ২২-০৮-২০২৪ইং। ২। অত্র দপ্তরের স্মারক নং-৪৬.০২.০০০০.৯০২.১৪,১৮৮৭.২০২৩-১৯২৩, তারিখঃ ১৫-০৮-২০২৪ইং।

৩।অত্র দপ্তরের স্মারক নং-৪৬.০২.০০০০.৯০২.১৪.১৮৮৭.২০২৩-২২৬৬১, < > তারিখঃ ০৭-০৩-২০২৪ইং।

উপরোক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)'তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগ্রতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্মাণ এলাকায় সংশ্লিষ্ট তথ্যসহ সাইনবোর্ড স্থাপন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বে সূত্রস্থ ২নং ও ৩নং স্মরক মারফত চলমান বিদ্যালয়/প্রতিষ্ঠানসমূহের নির্মাণ সাইটে সাইনবোর্ড স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে, অত্র দপ্তর কর্তৃক বর্ণিত নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন জেলা/উপজেলা কর্তৃক নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না। যার ফলে অত্র দপ্তরের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এমতাবস্থায়, যে সকল প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলমান রয়েছে অথচ সাইনবোর্ড স্থাপন করা হয়নি, সেসকল স্থানে অবশ্যই ৭ (সাত) দিনের মধ্যে সাইনবোর্ড স্থাপন নিশ্চিত করতে হবে এবং যে সকল প্রাথমিক বিদ্যালয়/প্রতিষ্ঠানের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি, সে সকল বিদ্যালয়/প্রতিষ্ঠানের কাজ শুরুর পূর্বে স্পেসিফিকেশন মোতাবেক সাইটে সাইনবোর্ড স্থাপন নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অবকাঠামোর যে কোন নির্মাণ/মেরামত কাজের সাইট পরিদর্শনকালে সাইনবোর্ড পাওয়া না গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১। সাইনবোর্ডের নমুনা ফলক- ১(এক) পাতা।

বিষয়টি অতীব জরুরী।

স্বাক্ষরিত

(মোঃ আব্দুর রশীদ।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী

(মানব সম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ'র পরিবেশ)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd 

 স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,৭০০,৯৯,০০১,২০.১৬১ 

তারিখ: ৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ 

২২ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ

 বিষয়: পিইডিপিও এর আওতায় স্বাক্ষরিত MoU অনুযায়ী এলজিইডি ও ডিপিএইচই'র কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতকরণ 

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত ২৮ জুলাই ২০২৪ তারিখে ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা (জুন ২০২৪) সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নিম্নবর্ণিত সিদ্ধার (৩.১'র গ) গৃহীত হয়। 

i) MoU অনুযায়ী এলজিইডি ও ডিপিএইচই এর কার্যক্রম নিশ্চিত করতে হবে। 

ii) প্রকৃত অগ্রগতি ও পুনগতমান এ বিষয়ে এলজিইডি ও ডিপিএইচই এর নিকট থেকে প্রতিবেদন সংগ্রহ করতে হবে। 

iii) নির্মাণ এলাকায় নির্মাণ সংশ্লিষ্ট তথাসহ সাইনবোর্ড স্থাপন নিশ্চিত করতে হবে। উল্লিখিত সিদ্ধায় বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্যঅনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

ড। মোঃ আতাউল গনি





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.