ad

অনলাইনে বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা দাখিল সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।

Views

 


অনলাইনে বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা দাখিল সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা। (০৩/১১/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৩০০,২১.০০৪.২১- ২৩২

তারিখ: ১৮ কার্তিক ১৪৩১

০৩ নভেম্বর ২০২৪

বিষয়: অনলাইনে বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা দাখিল।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিনামূল্যের পাঠ্যপুস্তকের সঠিক চাহিদা নিরূপণ এবং সমন্বিত পাঠ্যপুস্তক গ্রহণ, বিতরণ ও সংরক্ষণ কার্যক্রম সময়োপযোগীকরণের লক্ষে পর্যায়ক্রমে উক্ত কার্যক্রমসমূহ অনলাইনে পরিবীক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তকের চাহিদা ২০২৪ শিক্ষাবর্ষের শুরুর দিকে ম্যানুয়েল পদ্ধতিতে মাঠপর্যায় থেকে সংগ্রহ করা হয়। ২০২৬ শিক্ষাবর্ষের চাহিদা অনলাইনে সংগ্রহের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের অংশগ্রহণে মাঠপর্যায়ে 'বিনামূল্যের পাঠ্যপুস্তকের সঠিক চাহিদা নিরূপণ এবং IPEMIS সফটওয়্যারে পাঠ্যপুস্তকের চাহিদা দাখিল ও সমন্বিত পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা উন্নয়ন শীর্ষক ১ (এক) দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে মাঠপর্যায় থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্তের আলোকে পাঠ্যপুস্তকের সঠিক চাহিদা নিরূপণ এবং সমন্বিত পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাগণকে ধারণা দেয়া হয়।

২। পাঠ্যপুস্তকের সঠিক চাহিদা সংগ্রহ এবং সমন্বিত পাঠ্যপুস্তক গ্রহণ, বিতরণ ও সংরক্ষণ কার্যক্রম সময়োপযোগীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা, পাঠ্যপুস্তক গ্রহন ও বিতরণ কার্যক্রমের তথ্য-উপাত্ত অনলাইনে দাখিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই, ইতোপূর্বে ম্যানুয়েল পদ্ধতিতে সংগৃহীত ২০২৫ শিক্ষাবর্ষের চাহিদা IPEMIS সফটওয়্যারে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে দাখিলের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) থেকে উক্ত সফটওয়‍্যারে নির্দেশনা দেয়া হয়েছে। ৩০ অক্টোবর ২০১৫ পর্যন্ত ৪৭৫১৬ সংখ্যক বিদ্যালয়ের চাহিদা দাখিল করা হয়েছে; যার মধ্যে অনুমোদিত বিদ্যালয়ের সংখ্যা ১৮৮২১ (অনুমোদনের হার ৩৯.৬১%)। অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রধান শিক্ষকের দাখিলকৃত চাহিদা দ্রুততার সাথে অনুমোদন করা প্রয়োজন।

৩। এমতাবস্থায়, ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে অনলাইনে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা দাখিল ও অনুমোদনের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক গ্রহণ ও বিতরণ কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে।

৪। বিষয়টি অতীত জরুরী।

স্বাক্ষরিত

শাহীনুর শাহীন খান

পরিচালক (প্রশাসন)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.