৪+ বয়সী শিশুদের জন্য ২বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।
৪+ বয়সী শিশুদের জন্য ২বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। (২৪/১১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
নং: ৩৮,০১,০০০০, ৩৪৬,৯৯,০১৩.২০২০.৩১৭
১৯ অগ্রহায়ণ ১৪৩১
২৪ নভেম্বর ২০২৪
বিষয়: ৪+ বয়সী শিশুদের জন্য ২বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুকরণ।
সূত্র: ৩৮,০১,০০০০,৩৪৬,৯৯,০১৩.২০২০-২৭৫, তারিখ: ২৭ আগষ্ট ২০২৪
উপর্যুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে ৩২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৫ শিক্ষাবর্ষে আরও ৫০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হবে।
২। বর্ণিভাবস্থায় সূত্রোক্ত পত্রের আলোকে তাঁর জেলার তথ্য নিম্নবর্ণিত ছকে আগামী ২৭ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখের মধ্যে (ই-মেইলে নিকশ ফন্টে সফটকপি (dpepreprimary@gmail.com) প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হল।
No comments
Your opinion here...