ad

৫ আগষ্ট, ২০২৪ তারিখের পূর্বে গঠিত বাংলাদেশ স্কাউটস এর সকল কমিটি বিলুপ্তপূর্বক এডহক কমিটি গঠন সংক্রান্ত অফিস স্মারক।

Views

 


৫ আগষ্ট, ২০২৪ তারিখের পূর্বে গঠিত বাংলাদেশ স্কাউটস এর সকল কমিটি বিলুপ্তপূর্বক এডহক কমিটি গঠন সংক্রান্ত অফিস স্মারক। (২৫.১১.২৪)

👉 এডহক কমিটির রূপরেখা অতিসত্বর জানানো হবে।

বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর
৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০
+৮৮-০২-৪৮৩১৩৬৫১/২২২২২২০৫৮: +৮৮-০২-২২২২২২২২৬
scouts.gov.bd ই-মেইল: adm@scouts.gov.bd

পত্র নং- বা. ফা. (প্রশা: ৫৩৫)/৮৭১ (২০০০)/

২৪ তারিখ: ৯ অগ্রহায়ণ ১৪৩১
২৫ নভেম্বর ২০২৪

অফিস স্মারক

বিষয়: এডহক কমিটির ২য় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পর্কীয়।

বিগত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির ২য় সভায় অঞ্চল/জেলা/উপজেলা স্কাউটস এর বিদ্যমান কমিটি বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত ৫.১:

বাংলাদেশ স্কাউটস এর সকল স্কাউট অঞ্চল, জেলা স্কাউটস, জেলা রোভার স্কাউটস ও উপজেলা স্কাউটস এর বিদ্যমান কমিটিসমূহের মধ্যে ০৫ আগস্ট ২০২৪ তারিখের পূর্বে গঠিত কমিটিসমূহ বিলুপ্তপূর্বক এডহক কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

সকল স্তরের এডহক কমিটির রূপরেখা অতিসত্বর সংশ্লিষ্ট সকলকে অবগত করা হবে। উল্লিখিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(মো: শামসুল হক)
নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
বাংলাদেশ স্কাউটস



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.