২০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়সমূহ একত্রীকরণ সম্পর্কিত প্রাশিঅ এর নির্দেশনা।
২০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়সমূহ একত্রীকরণ সম্পর্কিত প্রাশিঅ এর নির্দেশনা। (২৪/১১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯,০৩৮-২০২৪-১৩৪৭
৯ অগ্রহায়ণ ১৪৩১
২৪ নভেম্বর ২০২৪
বিষয়ঃ ২০ (বিশ) এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়সমূহ একত্রীকরণ/বিদ্যালয় কার্যক্রম পরিচালনা সম্পর্কিত। সূত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অক্টোবর/২০২৪ মাসের সমন্বয় সভার সিদ্ধান্ত।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচেছ যে অত্র দপ্তরের অক্টোবর মাসের সমন্বয় সভার কার্যবিবরণীর ৪ নং ক্রমিকে বর্ণিত আলোচনা ও সিদ্ধান্তের অনুবৃত্তিক্রমে যেসকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা (০-২০) এর মধ্যে সেসকল বিদ্যালয়সমূহ সরেজমিনে যাচাই-বাছাই করে একত্রীকরণ কিংবা বিদ্যালয় কার্যক্রম পরিচালনার যৌক্তিক কারণ ও ব্যাখ্যাসহ সমাধান চেয়ে সুনির্দিষ্ট ও বিস্তারিত প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি: সমন্বয় সভার কার্যবিবরণী।
স্বাক্ষরিত
(মো: লুৎফুর রহমান) পরিচালক
(পলিসি ও অপারেশন)
No comments
Your opinion here...