উপবৃত্তিতে ডাটা ভুলক্রমে পুনরাবৃত্তি ও প্রাথমিক চক্রের সমাপ্তি সিলেক্ট করে হালনাগাদ ও অনুমোদিত হয়ে থাকলে ফেরত সংক্রান্ত জরুরী নোটিশ।
উপবৃত্তিতে ডাটা ভুলক্রমে পুনরাবৃত্তি ও প্রাথমিক চক্রের সমাপ্তি সিলেক্ট করে হালনাগাদ ও অনুমোদিত হয়ে থাকলে ফেরত সংক্রান্ত জরুরী নোটিশ। (২৪.১০.২৪)।
ডাটা ফেরত সংক্রান্ত জরুরী নোটিশ
গত ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-জুন/২০২৪ সময়ের উপবৃত্তি বিতরণের নিমিত্ত- শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদকালীন সময়ে- কিছু কিছু শিক্ষার্থীর ডাটা ভুলক্রমে পুনরাবৃত্তি ও প্রাথমিক চক্রের সমাপ্তি সিলেক্ট করে হালনাগাদ ও অনুমোদিত হয়েছে; এবং চাহিদা প্রেরণকালীন সময়ে ভুলক্রমে প্রাপ্যতা নাই ০ (শূন্য) চাহিদ প্রস্তুতপূর্বক অনুমোদিত হয়েছে মর্মে-মাঠ পর্যায় থেকে জানা যায়। বর্ণিতাবস্থায়, এই লিংকে প্রবেশ করে উক্ত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক উক্ত শিক্ষার্থীদের ডাটা বিদ্যালয়ে ফেরত প্রদান করা হবে এবং বিদ্যালয় পুনরায় সঠিকভাবে শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ ও সঠিকভাবে চাহিদা প্রেরণ করতে পারবেন। তথ্য প্রেরণের ক্ষেত্রে নিম্নের ছকে- ক) বিভাগ, খ) সমস্যার ধরন এবং গ) প্রত্যেক শিক্ষার্থীর শুধুমাত্র জন্মনিবন্ধন নম্বর পৃথক পৃথকভাবে এবং ইংরেজীতে পুরণ করবেন।
তথ্য প্রেরণের লিংক: https://bit.ly/brn-pesp অথবা, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe23hXqvlyvHe_nFkL qWF6mCdewPQHC9I8lUaDZ5OgL890AuA/viewform
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২৪/১০/২০২৪খ্রি.
No comments
Your opinion here...