সরকারি কর্মকর্তা-কর্মচারীদের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত প্রাগম এর নির্দেশনা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত প্রাগম এর নির্দেশনা। (২৪/১০/২০২৪)
Secretary
Internal Resources Division
&
Chairman
National Board of Revenue
সচিব
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
ও
চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা
আধা সরকারী পত্র নং:- ০৮.০০.০০০০.০১১.১৯.০০১.২৫.৫৯
শ্রদ্ধেয় মহোদয়,
তারিখ: ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
০৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন।
আপনি অবগত আছেন যে, ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. তারিখ হতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (e-Return) করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে নিজের আয়কর রিটার্ন তৈরী করে অনলাইনে দাখিল করতে পারছেন। e-Return সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতাগণ কর পরিশোধ করতে পারছেন এবং তাৎক্ষণিকভাবে দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারেন। এছাড়া, পূর্ববর্তী বছরের দাখিলকৃত আয়কর রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারেন।
করদাতাগণ e-Return সংক্রান্ত যেকোন সমস্যায় অফিস সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারের ০৯৬ ৪৩৭১৭১ ৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। অধিকন্তু www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশন হতে করদাতাগণ e-Return সংক্রান্ত যে কোন সমস্যা লিখিতভাবে অনলাইনে জানাতে পারবেন এবং সমাধান পাবেন। ইতোমধ্যে e-Return Registration প্রক্রিয়াটি অধিকতর করদাতাবান্ধব করা হয়েছে। e-Return এ সফলভাবে Registration করতে সম্মানিত করদাতার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত Biometric SIM এর প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে Biometric Registered কি না *16001# নম্বরে ডায়াল করে তা যাচাই করতে পারবেন।
০২। www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ব্যক্তিশ্রেণির রিটার্ন প্রস্তুতের প্রক্রিয়াটি এতদসঙ্গে সংযুক্ত করা হলো।
০৩। আপনার মন্ত্রণালয়ে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীদের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহ প্রদান করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
জনাব ফরিদ আহাম্মদ
সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-২ অধিশাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.mopme.gov.bd
নম্বর-৩৮,০০,০০০০,০০২,৯৯,০১২.২৩-১৪১৪
তারিখ: ০৮ কার্তিক ১৪৩১
২৪ অক্টোবর ২০২৪
সরকারি কর্মকর্তা/কর্মচারীদের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে রির্টান দাখিলের বিষয়ে নির্দেশক্রমে অবহিত করা হলো।
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যাথে প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১ অতিরিক্ত সচিব (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২. যুগ্মসচিব (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩. মাননীয় উপদেষ্টার একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
৪. সচিব মহোদয়ের একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।
৫. উপসচিব (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৬. সিনিয়র সহকারী সচিব (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৭. সিস্টেম এনালিস্ট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৮. সিনিয়র তথ্য কর্মকর্তা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৯.সহকারী সচিব (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১০. পরিসংখ্যান কর্মকর্তা/প্রোগ্রামার/লাইব্রেরিয়ান/হিসবারক্ষণ কর্মকর্তা/সহকারী প্রোগ্রামার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১১. প্রশাসনিক কর্মকর্তা (সকল)/ব্যক্তিগত কর্মকর্তা (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১২. কর্মচারী (সকল), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
স্বাক্ষরিত
(মোঃ জাহিদ নেওয়াজ)
উপসচিব
আমার ইউটিউব চ্যনেলে সকল ডিটেইলস আছে।
ভিডিও গাইডলাইন--------------------------------------------------------------
No comments
Your opinion here...