ad

আসন্ন জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান কার্যক্রমকে সফল করার জন্য নির্দেশনা সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।

Views

আসন্ন জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান কার্যক্রমকে সফল করার জন্য নির্দেশনা সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। (২১/১০/২০২৪) 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd 

স্মারক নং- ৩৮,০১.০০০০.১৪২.০১৯০.২৪-৪৯৪ 

০৫. কার্তিক ১৪৩১ 

২১ অক্টোবর ২০২৪ 

বিষয়: আসন্ন জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান কার্যক্রমকে সফল করার জন্য নির্দেশনা সংক্রান্ত। 

সুত্রঃ স্বাঃ অধি: ইপিআই/আইসি এন্ড বিসিসি এইচপিভি-১৭৬৫, তারিখ ০৬/১০/ возн উপযুক্ত বিষয় ও শুতের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে দেশব্যাদি শিশু কিশোর এবং সন্তান ধারন ক্ষমতা সম্পন্ন নারীদের বিভিন্ন নংড্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের। হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসুচি পরিচালনা করে আসছে। ইতোমধ্যে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল ভাবে সমাপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর, ২০২৪ হতে ঢাকা বিভাগ ব্যতীত দেশের অবশিষ্ট ৬৭টি বিভাগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এম-১ম শ্রেণি ও সমমানের মেয়ে শিক্ষার্থীদের ও ও শিক্ষা প্রতিষ্ঠানের এরা শিক্ষা প্রতিষ্ঠান বহিষ্কৃত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের প্রাণআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ০১ (এক) চোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 

এমতাবস্থায়, আগামী ২৪ অক্টোবর, ২০১৪ হতে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান ক্যাম্পেইন সার্বিকভাবে সফল করতে তাঁর আওতাধীন উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর, ইউ আরসি এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ নিম্নবর্ণিত বিষয়সমূহ প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

(ক) উপজেলা/থানা শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদেরকে এই টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারীদেরকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করবেন এবং অভিভাবক ও ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের নিমিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ফেসবুক পেইজে পাটি এবং পরের সাথে সংযুক্ত আনুসাঙ্গিক কাগজপত্র ও ভিডিও আপলোড করবেন। 

(খ) সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারগণ নিজ নিজ ক্লান্টারের বিদ্যালয়সমূহে কার্যক্রমটি সুষ্টভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।

 (গ) জেলা/উপজেলা/খানার সকল কর্মকর্তাকে দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়সমূহে উক্ত কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে হবে। 

(ঘ) শিক্ষকগণ যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেন সেদিকে প্রধান শিক্ষকগণকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণকে এ কর্মসুচিতে সম্পৃক্ত করতে হবে; 

(ঙ) "জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান ক্যাম্পেইন' সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকগণ ছাত্রীদের রেজিস্টেশন, টিকাগ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং প্রতিভাবকগণকে উদ্বুদ্ধকরনের বিষয়টি নিশ্চিত করবেন, 

চ)রেজিস্টেশন ফরমের তথ্যাদি সঠিক কিনা দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগন তা তদারকি করবেন, 

ছ) জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান ক্যাম্পেইন" কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে উপপরিচালক, (পলিসি এন্ড অপারেশন) মুখ্য সমন্বয়ক এবং শিক্ষা অফিসার। একীভূত শিক্ষা। বিশেষ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। 

সংযুক্তি। স্বাস্থ্য অধিদপ্তরের পত্রের ছায়ালিপি ও নির্দেশিকা।

 20/20/2028 

মো: লুৎফুর রহমান 

 পরিচালক (পলিসি এন্ড অপারেশন) 




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.