ad

সড়ক ও মহাসড়কে নিরাপদ, যানজটমুক্ত ও গতিশীল যান চলাচল নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা।

Views

 


সড়ক ও মহাসড়কে নিরাপদ, যানজটমুক্ত ও গতিশীল যান চলাচল নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা। (২৪/১০/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 জনপ্রশাসন মন্ত্রণালয়
 প্রশাসন-১ শাখা 
www.mopa.gov.bd 
 
স্মারক নম্বর: ০৫,০০,০০০০,১১০,১৯,০০২.১৭-১৩৬৩ 
তারিখ: ৮ কার্তিক ১৪৩১ 
২৪ অক্টোবর ২০২৪ 

বিষয়: সড়ক ও মহাসড়কে নিরাপদ, যানজটমুক্ত ও গতিশীল যান চলাচল নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ। 

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় মহোদয় সম্প্রতি ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জাতীয় সড়ক এবং মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় সিনিয়র সচিব মহোদয় কর্তৃক সড়ক/মহাসড়কে নিম্নবর্ণিত ব্যবস্থাপনাগত ত্রুটিসমূহ পরিলক্ষিত হয়েছে: 10 110 1100 

(ক) মহাসড়কে অযান্ত্রিক ও ধীরগতির যান চলাচলের কারণে দূর পাল্লার নিরবচ্ছিন্ন যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে: 

(খ) জাতীয় মহাসড়ক এবং মহাসড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত হাট বাজার এবং অবৈধ বাণিজ্যিক স্থাপনার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে মূল্যবান জ্বালানী অপচয়, যাত্রীদের গন্তব্য পৌছাতে অহেতুক বিলম্ব, জরুরি পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টিসহ জরুরি স্বাস্থ্য সেবাও ব্যাহত হচ্ছে; 

(গ) নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে বর্ষা মৌসুমসহ দুর্যোগকালীন নিরাপদ ও সুষ্ঠু যান চলাচল ব্যাহত হওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে: 

ঘ) পর্যাপ্ত ট্রাফিক আইন, সাইন পোস্ট, সড়ক মার্কিং, সড়ক বাতি, সড়ক নিরাপত্তা বেষ্টনি ও সকল স্থানে কিলোমিটার পোস্ট না থাকার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে;  

০২। সড়ক ও মহাসড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিতকল্পে সিনিয়র সচিব মহোদয় নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন: 

(ক) প্রতিটি থানার অধিক্ষেত্রে জাতীয় সড়ক ও মহাসড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিতকল্পে রোস্টার ডিউটির মাধ্যমে সার্বক্ষণিক ০৬ (ছয়) জন পুলিশ/আনসার নিয়োগের ব্যবস্থা গ্রহণ; 

(খ) অপরিকল্পিত ও অবৈধ বাণিজ্যিক/আবাসিক স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালনাসহ নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা; 

(গ) মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে স্থাপিত সকল ধরণের হাটবাজার অপসারণপূর্বক জনসাধারণের সুবিধার্থে আলাদা স্থানে হাটবাজার স্থাপনের ব্যবস্থা গ্রহণ; 

(ঘ) জাতীয় সড়ক ও মহাসড়কে সকল ধরণের অযান্ত্রিক ও ধীরগতির যান চলাচল বন্ধকরণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ: 

(ঞ) প্রতিটি যানবাহনে রাত্রিকালীন চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক সতর্কতামূলক ট্রাফিক ইনডিকেটর রয়েছে কি-না তা নিশ্চিতকরণ এবং যানবাহনে কোনো নিষিদ্ধ লাইট সংযোজিত থাকলে সড়ক নিরাপত্তার স্বার্থে তা অপসারণের ব্যবস্থা গ্রহণ: 

(চ) সড়ক ও মহাসড়কে প্রয়োজনীয় ট্রাফিক সাইন, সাইন পোস্ট, সড়ক মার্কিং, সড়ক বাতি, সড়ক নিরাপত্তা  বেষ্টনি স্থাপন নিশ্চিতকরণ। 

০৩। বর্ণিতাবস্থায়, জনগণের ভোগান্তি লাঘব, গতিশীল যান চলাচল এবং মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকল্পে উপযুক্ত পর্যবেক্ষণের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
মোহাম্মদ নাছির উল্লাহ খান 
উপসচিব (অতিরিক্ত দায়িত্ব)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.