গত ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-জুন/২০২৪ সময়ের বকেয়া উপবৃত্তি ও বাউন্স ব্যাককৃত অর্থ বিতরণে PESP MIS Software এর সংশ্লিষ্ট কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্নকরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।
গত ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-জুন/২০২৪ সময়ের বকেয়া উপবৃত্তি ও বাউন্স ব্যাককৃত অর্থ বিতরণে PESP MIS Software এর সংশ্লিষ্ট কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্নকরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।(২৩/১০/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখঃ ০৭ কার্তিক ১৪৩১
২৩ অক্টোবর ২০২৪
বিষয়: গত ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-জুন/২০২৪ সময়ের বকেয়া উপবৃত্তি ও বাউন্স ব্যাককৃত অর্থ বিতরণে PESP MIS Software এর সংশ্লিষ্ট কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্নকরণ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বাউন্স ব্যাককৃত EFT পুনরায় ইস্যুকরণ এবং ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-জুন,২০১৪ সময়ের উপবৃত্তি বিতরণের নিমিত্ত পত ১৬ জুলাই ২০১৪ তারিখ থেকে বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধন, নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, ট্রোন্সফারকরণ-গ্রহণ, শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ, শিক্ষার্থীর সকল বিভাগের মোবাইল একাউন্ট সংশোধন (ইউইও/টিইও কর্তৃক) অপশনসহ উন্মুক্ত করে অদ্যাবধি চালু রয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি- জুন/২০২৪ সময়ের অবশিষ্ট বকেয়া উপবৃত্তির অর্থ বিতরণসহ বাউন্স ব্যংককৃত অর্থ পুন:বিতরণের লক্ষ্যে নিম্ন বর্ণিত সময়সূচি মোতাবেক PESP MIS Software-4 প্রয়োজনীয় অপশনসমূহ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
No comments
Your opinion here...